বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০১৬ ০০:০০ টা

অসুস্থ মান্নার মুক্তি দাবি

নিজস্ব প্রতিবেদক

অসুস্থ মান্নার মুক্তি দাবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। অথচ এগারো মাসেও কোনো অভিযোগপত্র দিতে পারেনি সরকার। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। একই সঙ্গে মান্নার সুচিকিৎসা ও অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানান তারা। নাগরিক ছাত্র ঐক্য এ মানববন্ধনের আয়োজন করে। আয়োজক সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শহীদুল্লাহ কায়সার, গাজী ইসলাম উদ্দিন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি জনার্দন দত্ত নান্টু প্রমুখ। বক্তারা বলেন, ডাকসুর সাবেক ভিপি সফল ছাত্রনেতা এবং তৃতীয় রাজনৈতিক শক্তির অগ্রসৈনিক কারাবন্দী মান্নাকে বিনা চিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। আটক অবস্থায় নির্যাতন করে তার জীবন সংকটাপন্ন করা হলেও সুচিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। অবিলম্বে মান্নার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মানববন্ধন শেষে মান্নার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর