রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ব্যক্তির অপরাধের দায় পুলিশ নেবে না

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক বলেছেন, কোনো পুলিশ সদস্যই আইনের ঊর্ধ্বে নয়। যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল সিলেটে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। আইজিপি আরও বলেন, কোনো পুলিশ সদস্য অপরাধ করে থাকলে, এটা তার ব্যক্তিগত অপরাধ। এর দায়    পুলিশ বাহিনীর নয়। কারও ব্যক্তিগত অপরাধ একটি বাহিনীর উপর বর্তায় না। দুপুরে ‘হিউম্যান রাইট্স অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’-এর উদ্যোগে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা’ শীর্ষক সেমিনারের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বক্তব্য রাখেন। তিনি এ সময় উল্লেখ করেন, সারা বিশ্বে জঙ্গিবাদ প্রসার লাভ করেছে। বাংলাদেশের পুলিশ জনগণের সহায়তায় জঙ্গিবাদ দাবিয়ে রেখেছে। পুলিশ জঙ্গিদের ধরছে, বিস্ফোরক উদ্ধার করছে। বাংলাদেশ নানা সীমাবদ্ধতার মধ্যেও জঙ্গিবাদ দমন করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে এরই মধ্যে প্রবাসী হেল্প ডেস্ক গঠন করা হয়েছে। ডেস্কের কার্যক্রম পুলিশ হেডকোয়ার্টার থেকে মনিটরিং করা হচ্ছে। প্রবাসীদের কষ্টার্জিত টাকায় দেশের উন্নয়ন হচ্ছে। প্রবাসীরা যাতে মিথ্যা মামলায় হয়রানির শিকার না হন, সেটা নিশ্চিন্তে এবং তাদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক। সেমিনারের প্রথম সেশনে এইচআরপিবি এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদের সভাপতিত্বে অতিথি বক্তা ছিলেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমদ পাটওয়ারী, মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার এমএ মুকিত এমবিই, এইচআরপিবি ইউকে শাখার সহ-সভাপতি এলাইছ মিয়া মতিন। প্রথম অধিবেশনে মডারেটরের দায়িত্ব পালন করেন এইচআরপিবি সিলেট শাখার সভাপতি অ্যাডভোকেট আবদুল হাই কাইয়ুম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এইচআরপিবি যুক্তরাজ্য শাখার সভাপতি মো. রহমত আলী।

দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন র্যাব-এর মহাপরিচালক বেনজির আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এইচআরপিবির প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরশেদ। আরও বক্তব্য দেন সিলেটের ডিআইজি মো. মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. কামরুল আহসান, জেলা প্রশাসক জয়নাল আবেদীন, পুলিশ সুপার নূরে আলম মিনা প্রমুখ।

সর্বশেষ খবর