বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

ফের পেছাল একরাম হত্যার অভিযোগ গঠনের শুনানি

জমির বেগ্, ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার আসামিদের চার্জ গঠন করা হয়নি। গতকাল দুপুরে এ হত্যা মামলার গ্রেফতার ৪২ আসামির মধ্যে মামলার প্রধান আসামি মাহতাব উদ্দিন চৌধুরী মিনার ও রিপন (২ জন) আদালতে হাজির না হওয়ায় মামলার বিচারক জেলা দায়রা জজ দেওয়ান মো. সফিউল্লাহ মামলার চার্জ গঠন করেননি। এর আগের তারিখেও একই কারণে চার্জ গঠন করা হয়নি। কোর্ট পুলিশের পরিদর্শক আরিফ ইকবাল জানান, একরাম হত্যা মামলার ৪২ আসামির মধ্যে ২ আসামি উপস্থিত না থাকায় আদালত চার্জ গঠন না করে পরবর্তী তারিখ আগামী ২৯ ফেব্রুয়ারি ধার্য করেন। প্রসঙ্গত, গত বছরের ২০ মে দুর্বৃত্তরা প্রকাশ্যে একরামকে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে। হত্যার পর নিহতের ভাই রেজাউল হক জসিম বাদী হয়ে বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী মিনারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করেন। পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত এই মামলার ৪২ আসামিকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১৬ আসামি হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সর্বশেষ খবর