বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা গলফ শুরু

মেজবাহ্-উল-হক

বসুন্ধরা গলফ শুরু

কুর্মিটোলা গলফ কোর্সে পর্দা উঠল দ্বিতীয় বসুন্ধরা বাংলাদেশ ওপেনের। প্রথম দিন শেষে ‘৭ আন্ডার পার’ খেলে যৌথভাবে লিডারবোর্ডের শীর্ষে রয়েছেন জাপানের সুনিয়া তাকায়াসু ও কোরিয়ার সুমিন লি। দেশসেরা গলফার সিদ্দিকুর রহমান পারের চেয়ে তিন শট কম খেলে হয়েছেন ১৪তম। ৭১ পারের খেলায় সিদ্দিকুরের সঙ্গে একই অবস্থানে রয়েছেন বাংলাদেশের আরও তিন গলফার— জামাল হোসেন ভুঁইয়া, মো. জীবন আলী ও মো. আবদুল মতিন। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান কোর্স ঘুরে ঘুরে খেলা উপভোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন গ্রুপের উপদেষ্টা লে. কর্নেল (অব.) খন্দকার আবদুল ওয়াহেদ। বসুন্ধরা বাংলাদেশ ওপেনের প্রথম দিন প্রত্যাশা অনুযায়ী সুবিধা করতে পারেননি সিদ্দিকুর রহমান। গতকাল প্রথম হোলেই ‘বগি’ খেয়ে পিছিয়ে পড়েন তিনি। ‘ফ্রন্ট-৯’ হোলে পারের সমান শট খেললেও ‘ব্যাক-৯’ হোলে দারুণ পারফর্ম করেছেন দেশসেরা গলফার। সব মিলে আঠারো হোলের খেলায় গতকাল ছয়টি ‘বার্ডি’ পেয়েছেন তিনি। তবে সিদ্দিকুর তিনটি ‘বগি’ না পেলে হয়তো দিন শেষে লিডারবোর্ডের শীর্ষেই থাকতেন। অন্যদিকে প্রথম দিনে বাংলাদেশের অন্য গলফাররাও দাপট দেখাতে পারেননি। জাপান ও কোরিয়ার পাশাপাশি লিডারবোর্ডে আধিপত্য বিস্তার করেছে থাইল্যান্ড। দেশটির তারকা গলফার থিতিফুন চুয়াইপরাকং পারের চেয়ে ৬ শট কম খেলে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ৫ শট কম খেলে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার মিথুন পেরেরা, ভারতের শুভঙ্কর শর্মা ও থাইল্যান্ডের টাঙ্গামল। প্রথম দিনটা হতাশার ছিল বাংলাদেশিদের জন্য। তবে শুরুটা খুব ভালো না হলেও এখনো শিরোপার স্বপ্ন দেখছেন সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আমি খুব ছোট ছোট কিছু ভুল করেছি। এগুলো না করলে আরও ভালো অবস্থানে থাকতাম। এখনো তিন দিন বাকি আছে দেখা যাক।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর