বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০০ টা

বাংলাদেশিরা ত্রিপুরায় অনুপ্রবেশ করে না

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশিরা ত্রিপুরায় অনুপ্রবেশ করে না

বিরোধীদের তোলা অনুপ্রবেশ ইস্যুর বিষয়টি খারিজ করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার জানিয়ে দিলেন এ রাজ্যে কোনো অনুপ্রবেশ সমস্যা নেই। মঙ্গলবার সন্ধ্যায় আগরতলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। প্রমাণপত্র ছাড়াই কেবল প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার উদ্দেশ্যে একটি গোষ্ঠী বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশ ঘটছে বলে দাবি করছে। গত মাসেই আগরতলায় সংবাদ সম্মেলন থেকে বিশ্ব হিন্দু পরিষদ—ভিএইচপির কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া অভিযোগ করেন, বাংলাদেশ থেকেই ভারতে অনুপ্রবেশের ঘটনা ঘটছে। এ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ থেকে এ দেশে আসা অনুপ্রবেশকারীদের মৃত্যুদণ্ড দেওয়ার জন্য প্রয়োজনে দেশের বিদেশি নাগরিক আইনে সংশোধন আনারও দাবি জানান তিনি। মানিক সরকার বলেন, তোগাড়িয়া একজন বড় মাপের নেতা হতে পারেন কিন্তু বাংলাদেশ থেকে এ রাজ্যে অনুপ্রবেশ ঘটছে এ মন্তব্য তিনি করতে পারেন না এবং ভারতে অবৈধভাবে বসবাসকারী মুসলিমদের ডিএনএ পরীক্ষার যে দাবি তুলেছেন তা-ও করতে পারেন না।

সর্বশেষ খবর