শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

গাজীপুরে এটিএম বুথের পৌনে দুই কোটি টাকা লুট

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈরে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা লোড করার সময় ১ কোটি ৮৪ লাখ টাকা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে। বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিন কর্মচারী আহত হয়েছেন। পুলিশ বিকালে ময়মনসিংহের একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ট্রাঙ্ক ও একটি এটিএম কার্ড উদ্ধার করেছে। গতকাল এ ব্যাপারে কালিয়াকৈর থানায় একটি মামলা হয়েছে। স্থানীয় পুলিশ, মানি প্ল্যান্টের পরিচালক (প্রশাসন) অজয়কুমার কর ও ডাচ্-বাংলা ব্যাংকের সফিপুর শাখার ম্যানেজার শওকত আলী জানান, ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা সরবরাহ ও লোড করার দায়িত্বে রয়েছে নিরাপত্তা ও এটিএম ব্যবস্থাপনা সেবাদানকারী প্রতিষ্ঠান মানি প্ল্যান্ট লিঙ্ক প্রা. লি.। বুধবার দিবাগত রাতে ৩৩টি বুথে টাকা লোড করার জন্য টাকা নিয়ে ঢাকা থেকে রওনা হন মানি প্ল্যান্টের তিন গানম্যান ও নিরাপত্তাকর্মীসহ সাত সদস্যের একটি টিম। ১৮টি বুথে টাকা লোডের পর ১৯তম বুথ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার সফিপুরের হরিণহাটি এলাকার অ্যাপেক্স ফুটওয়্যারের কারখানা গেটের ডাচ্-বাংলা ব্যাংকের ফাস্ট ট্র্যাক এটিএম বুথে বুধবার ভোর রাত আড়াইটার দিকে আসেন তারা। এ বুথে গ্রাহকরা টাকা ওঠাতে ও জমা দিতে পারেন। মানি প্ল্যান্টের তিনজন গানম্যানকে বুথের বাইরে রেখে বাকি চারজন টাকা নিয়ে বুথে প্রবেশ করেন। বুথে চারটি ভল্টের মধ্যে একটিতে ২২ লাখ টাকা রাখার পরপরই ১০-১২ জনের দুর্বৃত্তের দল পিকআপ নিয়ে বুথের সামনে আসে। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে ১ কোটি ৮৪ লাখ টাকাভর্তি দুটি ট্রাংক নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় তিন কর্মচারীসহ চারজন আহত হন। তারা হলেন গানম্যান শেখ খেলাফত হোসেন (৪০), জিয়াউর রহমান (৩৫), শেখ শাহজাহান (৩২) ও বুথের নিরাপত্তাকর্মী লিয়াকত আলী। গুরুতর আহত শেখ খেলাফত হোসেনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং জিয়াউর রহমান ও শেখ শাহজাহানকে স্থানীয় ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। বুথের নিরাপত্তাকর্মী এজাব উদ্দীন জানান, বুধবার রাতে মানি প্ল্যান্টের লোকজন টাকা ভল্টে রাখার সময় দুর্বৃত্তরা হামলা করে তা লুট করে নিয়ে যায়। তিনি আরও জানান, ‘বুথে টাকা ভরা শুরুর ৫-৬ মিনিট পরে একটি পিকআপে করে ৯-১০ জন দুর্বৃত্ত এসে প্রথমে বুথের শাটারে আঘাত করে। আমি চিত্কার করে মার্কেটের সিকিউরিটি গার্ড ও আনসার সদস্যদের নিয়ে আসতে আসতে দেখি গাড়িসহ কিছুই নেই। গানম্যান থাকলেও তারা ফায়ার করেননি।’

মানি প্ল্যান্ট লিঙ্কের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল সৈয়দ আফজালুল আবেদীন (অব.) বলেন, ‘আমরা ডাচ্-বাংলা ব্যাংক থেকে টাকা আনার পর বিভিন্ন এটিএম বুথে ক্যাশ ভরি। সেভাবেই এ বুথে ক্যাশ ভরার সময় অতর্কিতে ডাকাত এসে ক্যাশগুলো লুট করে নিয়ে যায়। আমাদের সিকিউরিটি গার্ড ও গানম্যানেরা ক্যাশ রক্ষার চেষ্টা করেন।’ নিরাপত্তারক্ষীদের অস্ত্র ব্যবহার না করা প্রসঙ্গে তিনি বলেন, ‘অস্ত্র ব্যবহার করার সময় বোধহয় তারা হতচকিত হয়ে গিয়েছিলেন, যার জন্য অস্ত্র ব্যবহার করতে দ্বিধাবোধ করেছেন।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোতালেব জানান, ‘ঘটনাটি পূর্বপরিকল্পিত কিনা আমরা বলতে পারছি না। তাদের কাছে দুটি অস্ত্র থাকলেও তারা তা ব্যবহার করেননি।

প্রকৃতপক্ষে তারা নিজেরাই জড়িত কিনা বা অন্য লোক এ ঘটনা ঘটিয়েছে তা ভালোভাবে খতিয়ে দেখা হবে। তদন্তসাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করা হবে। এ ছাড়া এটিএম বুথের ভিতরে ও পাশে দুটি সিসি ক্যামেরা সচল রয়েছে। সেগুলোর ফুটেজ আমরা সংগ্রহ করব।’ ওসি আরও জানান, ‘এ ঘটনায় গতকাল মানি প্ল্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা লে. কর্নেল সৈয়দ আফজালুল আবেদীন (অব.) বাদী হয়ে ১২-১৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি মামলা করেছেন। পুলিশ এ ঘটনায় গানম্যান জিয়াউর রহমানসহ মানি প্ল্যান্ট লিঙ্কের নিরাপত্তাকর্মীদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।’ এ ঘটনায় বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এদিকে গতকাল দুপুরের দিকে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাশধি এলাকার একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ট্রাংক ও একটি এটিএম কার্ড উদ্ধার করেছে পুলিশ। ওই ট্রাংক ডাচ্-বাংলা ব্যাংকের টাকা লুট হওয়া ট্রাংক হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর