শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দুই ধাপে ১৬২ ইউপিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি

নিজস্ব প্রতিবেদক

দুই ধাপে ১৬২ ইউপিতে প্রার্থী দিতে পারেনি বিএনপি

প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ক্ষমতাসীনদের বাধা ও হুমকির কারণে দলের ১৬২ জন চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন  বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ধাপ মিলে ১৬২ জনের মতো বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীকে মনোনয়নপত্র জমা দিতে বাধাদান, জমা দেওয়ার পর প্রত্যাহারে বাধ্য করা কিংবা ঠুনকো অজুহাতে প্রার্থিতা বাতিল করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগ তুলে ধরে রিজভী বলেন, নির্বাচন নিয়ে অনাচার ও অনিয়মের ঘটনা সম্পর্কে নির্বাচন কমিশন নির্বিকার। তাদের পক্ষপাতিত্বের কারণে এখন পর্যন্ত দুই ধাপে নির্বাচনে সরকারি দলের প্রায় ১৫০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফেনীর ফুলগাজীর জিএম হাট ইউনিয়ন, আনন্দপুর ইউনিয়ন, গোপালগঞ্জের কোটালীপাড়ার হিরন, রামশিল, বান্দাবাড়ী, তিনজুরী ইউনিয়ন, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে সরকারি দলের হামলা ও বাধার কারণে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলেও অভিযোগ দলের দফতর সম্পাদকের। এ ছাড়া নড়াইল, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে  নেতা-কর্মীদের গ্রেফতারের অভিযোগ করে অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন তিনি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের  কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, সৈয়দ মোয়াজ্জেম  হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর