শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সাত দিনের মধ্যে অবৈধ দখল সরানোর আলটিমেটাম মেয়রের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেছেন, অবৈধ দখলের বিরুদ্ধে টানা সাত দিন সচেতনতামূলক প্রচার চালানো হবে। সাত দিন পর অভিযান শুরু হবে।  ফুটপাথ দখল করে রাখা দোকানের মালামাল সরাতে ব্যবসায়ী নেতাদের সহযোগিতা চেয়েছেন মেয়র।

সিটি করপোরেশন এলাকায় নাগরিক দুর্ভোগ দূর করা ও সেবার মান বাড়াতে উদ্যোগের অংশ হিসেবে গতকাল দোকান মালিকদের সঙ্গে ‘নাগরিক দুর্ভোগ নিরসনে ব্যবসায়ীদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা করেন মেয়র। এর আগে ঢাকা উত্তরের ২৫টি থানার ওসি, ভবন মালিক ও ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে তাদেরও মতামত নেন তিনি। গুলশান ক্লাবে আয়োজিত এ মতবিনিময় সভায় মেয়র বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে আদালতে যেতে চাই না। তবে প্রয়োজনে যদি একবার আইনি পন্থায় যাই, তাহলে দোকানদাররা অনেক দুর্ভোগ পোহাবেন। আদালতের নির্দেশে দোকান বন্ধ হয়ে যাবে। মতবিনিময় সভায় উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যবসায়ীদের কাছে একটি লিফলেট বিতরণ করা হয়। মহাখালী-গুলশান-বনানী এলাকার দোকান মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ফুটপাথ দোকানদাররাই দখল করছেন। প্রথমে মাইকিং, পরে নোটিস— এর পরে অ্যাকশনে যান। যত সাহায্য লাগে আমরা করব। বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি এস এ কাদের কিরণ, ঢাকা মহানগর দোকান মালিক সমিতির সভাপতি কামাল হোসেন, কাউন্সিলর মোবাশ্বের হোসেন চৌধুরী, নুরুল ইসলাম রতন, মফিজুর রহমানসহ বেশ কয়েকজন ব্যবসায়ী অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর