শুক্রবার, ৪ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জিএসপির সিদ্ধান্ত বদলাবে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

জিএসপির সিদ্ধান্ত বদলাবে যুক্তরাষ্ট্র

রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধনী অনুষ্ঠান —বাংলাদেশ প্রতিদিন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জিএসপি ফিরে পেতে বাংলাদেশ সব শর্ত পূরণ করায় শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে শুল্কমুক্ত সুবিধার (জিএসপি) ব্যাপারে দেশটির সিদ্ধান্তে পরিবর্তন আসবে। ইইউর সঙ্গে যৌথ বাণিজ্য পরিষদ করবে বাংলাদেশ। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী ‘ইউএস ট্রেড শো’র উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সেখানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জন্য জিএসপি ফিরে না পেলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম চুক্তি (টিকফা) অর্থহীন হয়ে পড়বে। অনুষ্ঠানে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চেয়ে দ্রুত হারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য সম্পর্ক বাড়ছে। তিনি বলেন, ২০১৫ সালে দুই দেশের মধ্যে প্রায় ৭০০ কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে। চলতি অর্থবছরে এটা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর