আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো ফল করতে হলে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে অবিলম্বে দলের প্রধান কো-চেয়ারম্যান করতে হবে—এমনটাই দাবি করেছেন জাতীয় পার্টির এমপিরা। রাজধানীর গুলশানে গতকাল বিরোধীদলীয় নেতার বাসায় অনুষ্ঠিত এক অনির্ধারিত সভায় মিলিত হয়ে এমপিরা এ বিষয়ে গণমাধ্যমে বিবৃতি দিতে রওশনকে অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় রাত সোয়া ৯টায় বিরোধীদলীয় নেতার প্যাডে এ দাবির কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, ২০ জানুয়ারি সংসদীয় কমিটির সভায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে এক নম্বর কো-চেয়ারম্যান করতে পার্টির চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছিলেন, অবিলম্বে তা বাস্তবায়ন করা হোক। সংসদীয় কমিটি মনে করে, এ মুহূর্তে দলকে এক, অভিন্ন ও শক্তিশালী করার লক্ষ্যে এর বিকল্প নেই। জাপার একটি সূত্র জানায়, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গাসহ দলীয় এমপিরা রওশনের সঙ্গে দেখা করার পর এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, সংসদীয় কমিটি লক্ষ করছে এমপিদের পাশ কাটিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানদের মনোনয়ন এবং জেলা সম্মেলন করা হচ্ছে। ১৮ জানুয়ারি বিরোধী দলের নেতা রওশন এরশাদ এমপির বাসভবনে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে দলের কারও সঙ্গে আলোচনা ছাড়াই পার্টির চেয়ারম্যান তার ছোট ভাই জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যানের দায়িত্ব দেওয়ার সমালোচনা করা হয়।