বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

টাকা দিয়ে সব কেনা যায় না

নিজস্ব প্রতিবেদক

টাকা দিয়ে সব কেনা যায় না

কে এম সফিউল্লাহ

সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান ও বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম বলেছেন, প্রমাণ হয়েছে টাকা দিয়ে সব কেনা যায় না। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর বিচারের আপিলেও ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ গতকাল সকালে এ রায় ঘোষণা করেন। মুক্তিযুদ্ধকালীন কে ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল সফিউল্লাহ আরও বলেন, ন্যায়বিচার হয়েছে। আমরা অত্যন্ত খুশি। খুব ভালো হয়েছে। অন্যায় করলে যে দণ্ড পেতে হয় এ রায়ের মধ্য দিয়ে তা নিশ্চিত হয়েছে। সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লাহ বলেন, কত কথা শোনা গেছে। সে (মীর কাসেম) মনে করত টাকা দিয়ে সব করা যায়। দেশে সৎ মানুষ থাকতে হয়। সবাইকে টাকা দিয়ে কেনা যায় না— এ বিচারের মাধ্যমে তা প্রমাণ হয়েছে। তিনি বলেন, টাকার জোরে প্রভাব খাটিয়ে তারা যুদ্ধাপরাধ বিচারকে বিতর্কিত করার চেষ্টা করেছিল। মোটা অঙ্কের টাকা দিয়ে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিল। কিন্তু তাদের সে প্রচেষ্টা ভণ্ডুল হয়ে গেছে। মীর কাসেম আলীসহ সব যুদ্ধাপরাধীর দণ্ড দ্রুত কার্যকরের তাগিদ দিয়ে সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান বলেন, যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে আমরা শহীদদের প্রতি ঋণ শোধ করতে পারব। তিনি বলেন, জিয়াউর রহমান দালাল আইন বাতিল করে যুদ্ধাপরাধের বিচার বন্ধ করেছিলেন। এক পর্যায়ে প্রতি জেলায় ঘুরে ঘুরে আমরা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জনসমর্থন সৃষ্টি করেছি। আমাদের আন্দোলনের বড় অর্জন হলো এ বিচার। যুদ্ধাপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর