বুধবার, ৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফর

কূটনৈতিক প্রতিবেদক

সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল গণভবনে বৈঠক করেন ঢাকায় ঝটিকা সফরে আসা সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবাইর। —ছবি পিআইডি

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদিল আল জুবাইর গতকাল ঢাকায় ঝটিকা সফরে আসেন। বিকাল সাড়ে ৫টায় এসে রাত ৯টায় চলে যান তিনি। সাড়ে তিন ঘণ্টার সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। জানা যায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী বিশেষ বিমানে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে বিকাল ৫টা ২০ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী তাকে স্বাগত জানান। পরে সরাসরি চলে যান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, ‘বাংলাদেশে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক সব ইস্যুতেই আলোচনা হবে।’ পরে গণভবনে আধা ঘণ্টার সৌজন্য সাক্ষাৎ শেষে তার সম্মানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া নৈশভোজে অংশ নেন তিনি। এর আগে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে নিজেদের মধ্যে বৈঠক করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। সূত্রমতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব শিগগির রিয়াদ সফরের কথা রয়েছে। গত জানুয়ারিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সৌদি আরব সফরের সময়ই প্রধানমন্ত্রীর সফর নির্ধারিত হয়েছিল। এ বিষয়েও এবার আলোচনা হয়েছে। এ ছাড়া অতিথি পররাষ্ট্রমন্ত্রীর কাছে সৌদি আরবের সামরিক জোটের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও জানতে চেয়েছিল বাংলাদেশ। পরে রাত ৯টার কিছু পরে শাহজালাল বিমানবন্দরে তাকে বিদায় জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ইন্দোনেশিয়ার জাকার্তায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে নয়া দিল্লিতে সংক্ষিপ্ত সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ঢাকায় এসেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে তার এ সফরই বর্তমান সরকারের মেয়াদে প্রথম কোনো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর উপলক্ষে গতকালই ইন্দোনেশিয়া থেকে ঢাকা চলে আসেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। সূত্রমতে, সৌদি আরবে আগামীকাল ‘নর্থ থান্ডার’ নামে বিশেষ সামরিক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এ সামরিক প্রদর্শনী বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান আমন্ত্রিত হয়েছেন। বাংলাদেশের কেউ সেখানে যোগ দিচ্ছেন কিনা জানা যায়নি।

সর্বশেষ খবর