শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের জয়

মেজবাহ্-উল হক, ধর্মশালা থেকে

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের জয়

গ্রাউন্ডসম্যান ও বৃষ্টির মধ্যে লুকোচুরি খেলাটা জমে উঠেছিল। বৃষ্টি ছাড়ার সঙ্গে সঙ্গে একদিক দিয়ে গ্রাউন্ডসম্যানেরা মাঠ প্রস্তুত করার কাজে লেগে যাচ্ছেন, আবার বৃষ্টি চলে আসায় ঢেকে ফেলতে হচ্ছে মাঠ। এভাবে চলতে চলতে শেষ পর্যন্ত ‘বাংলাদেশ-আয়ারল্যান্ড’ ম্যাচটি পরিত্যক্তই হয়ে যায়। বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ। গতকাল ‘নেদারল্যান্ডস-ওমান’ ম্যাচেও কোনো বল মাঠে গড়ায়নি। দিনের দুই ম্যাচই পরিত্যক্ত হওয়ায় বিদায়ঘণ্টা বেজে যায় ইউরোপের দুই দল নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের। অন্যদিকে দুই ম্যাচ মিলে তিনটি করে পয়েন্ট পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনা জিইয়ে রেখেছে বাংলাদেশ ও ওমান। আগামীকাল ধর্মশালার এই হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেই গ্রুপের মুখোমুখি হচ্ছে দুই দল। পয়েন্ট সমান হওয়ায় ‘বাংলাদেশ-ওমান’ ম্যাচটি তাই হয়ে গেছে অঘোষিত ফাইনাল! পরিত্যক্ত হলেও গতকাল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচে খেলা মাঠে গড়িয়েছিল ৮ ওভার। বাংলাদেশের ড্যাসিং ওপেনার তামিম ইকবালের তাণ্ডবে ব্যাটিংয়ে সংক্ষিপ্ত সময়ের ম্যাচটুকুও ছিল বিনোদনে ভরপুর। মাত্র ২৬ বলে ৪৭ রানের সাইক্লোন ইনিংস খেলেন তামিম। চারটি ছক্কার সঙ্গে তিন বাউন্ডারি। আরেক ওপেনার সৌম্য সরকারের ব্যাট থেকে আসে ১৩ বলে ২০ রান। আর সাব্বির করেন ৯ বলে ১৩। ৮ ওভারে বাংলাদেশ ২ উইকেটে ৯৪ রান করার পরই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। দুর্দান্ত শুরুর পরও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আফসোস নেই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। তিনি বলেন, ‘আক্ষেপের কিছু নেই। এ ম্যাচে জিতলেও তো পরের ম্যাচে আমাদের ওমানকে হারাতেই হবে। তবে ব্যাটিং করতে পারায় বরং ভালোই হয়েছে।’ বৃষ্টির কারণে গতকাল ম্যাচটি শুরু হয় নির্ধারিত সময়ের ঘণ্টা দুয়েক পরে। তাই ২০ ওভারের খেলা নেমে আসে ১২ ওভারে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সুবিধা নিতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। কন্ডিশনের কথা চিন্তা করে গতকাল বাংলাদেশ দলে দুটি পরিবর্তন আনা হয়েছিল। নাসিরের পরিবর্তে মোহাম্মদ মিথুন ও আরাফাত সানির জায়গায় একাদশে সুযোগ পেয়েছিলেন পেসার আবু হায়দার রনি।

সর্বশেষ খবর