শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আওয়ামী লীগের কাউন্সিল পেছাবে না

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কাউন্সিল পেছাবে না

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল পেছানো হবে না। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে সমস্যা হলে অথবা কাউন্সিল পেছানো নিয়ে কোনো ইস্যু এলে বিষয়টি বিবেচনা করা হবে বলে তিনি জানান। গতকাল বিকালে ময়মনসিংহ বিভাগীয় অফিসের জন্য প্রস্তাবিত কয়েকটি স্থান পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। তিনি বলেন, কাউন্সিলের তারিখ পরিবর্তন করতে হলে ওয়ার্কিং কমিটির সভায় সিদ্ধান্ত নিতে হয়। জনপ্রশাসনমন্ত্রী বলেন, নবগঠিত ময়মনসিংহ বিভাগীয় শহরের মাঝখানে ব্র?হ্মপুত্র নদ থাকবে। নদের দুপারেই শহরকে সাজানো হবে। লন্ডন, নিউইয়র্ক ও প্যারিসসহ বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে তিনি বলেন, সবখানেই নদীগুলো শহরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে পরিবেশের পাশাপাশি দৃষ্টিনন্দনের ক্ষেত্রেও ভূমিকা রাখবে। শহরের রাস্তাঘাট প্রশস্ত করার সময় কারও কারও ঘর-বাড়ি ভাঙতে হতে পারে উল্লেখ করে বৃহত্তর স্বার্থে সবার সহযোগিতা ও ক্ষতিগ্রস্তদের সরকারি সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান সৈয়দ আশরাফ। পরে জনপ্রশাসনমন্ত্রী ব্রহ্মপুত্রের উত্তর পাড় চর কালিবাড়ী, চর সেহড়া ও চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চায়না মোড় সংলগ্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর