শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সরকার জিম্মি মুনাফাখোরদের হাতে

নিজস্ব প্রতিবেদক, যশোর

সরকার জিম্মি মুনাফাখোরদের হাতে

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাটমুখী জনযাত্রা নামের লংমার্চ গতকাল সন্ধ্যা ৬টায় যশোরে পৌঁছেছে। তবে পুলিশ তাদের যশোর শহরে সমাবেশের অনুমতি না দেওয়ায় পালবাড়ী মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেছেন কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ। তিনি বলেন, বর্তমান সরকার মুনাফাখোরদের হাতে জিম্মি হয়ে আছে। তাদের স্বার্থেই সরকার ভূমিকা রাখছে। কমিটির যশোর জেলা সদস্য সচিব মাহমুদ হাসান বুলু জানান, জনযাত্রায় অংশগ্রহণকারীরা রাতে যশোর শহরে অবস্থান করবেন। আজ শনিবার সকালে তারা খুলনা ও বাগেরহাটের উদ্দেশে রওনা হবেন। তিনি আরও বলেন, যশোর শহরের টাউন হল মাঠে জনযাত্রার সমাবেশ করার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করা হলেও পুলিশ সমাবেশের অনুমতি দেয়নি। এ ব্যাপারে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, ডিএসবির ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। তাই জনযাত্রা কর্মসূচি শহরের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। মাগুরা প্রতিনিধি জানান, এর আগে গতকাল দুপুরে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। নেতারা ঢাকা থেকে ফরিদপুর হয়ে বেলা ১২টার দিকে  মাগুরায় পৌঁছে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি মাগুরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এমআর রোডে সমাবেশে মিলিত হয়।

সর্বশেষ খবর