শনিবার, ১২ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিদেশে টাকা রাখলেও লুট হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

বিদেশে টাকা রাখলেও লুট হচ্ছে

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে সঞ্চিত বাংলাদেশ ব্যাংকের অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘জনগণের কাছে সরকারের দায়বদ্ধতা না থাকার কারণেই এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জনগণ আজ নিরাপত্তাহীন। খুন-রাহাজানি-সন্ত্রাস-দুর্নীতিতে দেশ ছেয়ে গেছে। দেশে ব্যাংকে টাকা রাখলে সেই টাকা লুট হয়ে যাচ্ছে। শেয়ারবাজার লুট হয়ে যাচ্ছে। এমনকি বিদেশে টাকা রাখলে সেটা পর্যন্ত থাকছে না। এটা খুবই উদ্বেগজনক।’ রাজধানীর পুরানা পল্টনে ফটো-জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে লেবার পার্টির মহানগর শাখার উদ্যোগে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। লেবার পার্টির মহানগর সভাপতি শামস উদ্দিন পারভেজের সভাপতিত্বে অন্যদের মধ্যে সংগঠনের চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, সহসভাপতি ফারুক রহমান, আমিনুল ইসলাম রাজু প্রমুখ বক্তব্য দেন।

রিজভীর সংবাদ সম্মেলন : বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ফান্ড থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে গেছে। এটা ইতিহাসের সবচেয়ে বড় ন্যক্কারজনক জালিয়াতির ঘটনা। এই টাকা চুরিতে প্রভাবশালী মহল ও সংঘবদ্ধ চক্র জড়িত বলে বাংলাদেশ ব্যাংক স্বীকার করেছে। সরকারের লোক জড়িত ছাড়া এত বড় জালিয়াতির ঘটনা কোনোভাবেই সম্ভব নয় বলে দেশবাসীও বিশ্বাস করে। বাংলাদেশ ব্যাংকের টাকা এখন উড়ছে ফিলিপাইনের জুয়ার আসরে।

সর্বশেষ খবর