রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

ওমান উত্তাপে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক, ধর্মশালা

ওমান উত্তাপে মাশরাফি

অনুশীলন করার কথা থাকলেও গতকাল বৃষ্টির কারণে হোটেল থেকেই বের হননি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে একজন এসেছিলেন। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বোলিং কোচ হিথস্টিকের সঙ্গে ধর্মশালা স্টেডিয়ামের জিমে অনেকক্ষণ ছিলেন। ইনজুরি থেকে দ্রুত সেরে উঠতে নিরন্তর পরিশ্রম করে যাড়েবছন মুস্তাফিজ। এখনো শতভাগ সুস্থ হয়ে উঠতে পারেননি বলে আজকের ম্যাচেও দেখা যাড়েবছ না তাকে। গতকাল বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মুস্তাফিজ এখনো শতভাগ সুস্থ নন। তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। সে এখন নব্বই ভাগ সুস্থ। আশা করছি আগামী সপ্তাহে সুস্থ হয়ে যাবে শতভাগ। আমরা চাড়িবছ না, আংশিক সুস্থ অবস্থায় সে খেলুক।’ ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে চার পেসারকে নিয়েই আজ ‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে ওমানের বিরুদ্ধে মাঠে নামছে বাংলাদেশ। মাশরাফি, তাসকিন, আল আমিনের সঙ্গে একাদশে দেখা যাবে আবু হায়দার রনিকে। আরাফাত সানি বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে গতকাল চেন্নাইয়ে গিয়েছিলেন। বৃষ্টি-ভেজা কন্ডিশনের কথা চিন্তা করে তাকেও রাখা হবে না আজকের একাদশে। আজকের ম্যাচে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। কিন্তু ম্যাচটি মাঠে গড়াবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন! কেননা আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচ চলাকালীন বজ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ম্যাচটি পরিত্যক্ত হলেও দ্বিতীয় রাউন্ডে যেতে বাংলাদেশের কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু খেলার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বাংলাদেশের

ক্রিকেটাররা। আর ওমানের জন্য আজকের ম্যাচটি হড়েবছ ‘ডু অর ডাই’। খেলা না হলেও তারা বাদ পড়ে যাবে। পয়েন্ট বাংলাদেশের সমান হলেও নেট রানরেটে পিছিয়ে রয়েছে তারা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর