রবিবার, ১৩ মার্চ, ২০১৬ ০০:০০ টা

সরকারের অদক্ষতাই দায়ী

নিজস্ব প্রতিবেদক

সরকারের অদক্ষতাই দায়ী

সরকারের অদক্ষতার কারণেই মালয়েশিয়ায় ১৫ লাখ শ্রমিক নেওয়ার চুক্তি স্থগিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘খবরের কাগজে পড়ে খুব খুশি হয়েছিলাম মালয়েশিয়া ১৫ লাখ শ্রমিক নেবে। যে সরকারই হোক আমাদের দেশের ১৫ লাখ শ্রমিক বিদেশে যাবে— এটা সবার জন্য আনন্দের বিষয়। কিন্তু আজ খবর পেয়েছি মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ১৫ লাখ শ্রমিক নেওয়ার চুক্তি তারা বাতিল করে দিয়েছেন। সরকারের দক্ষতা, কর্মক্ষমতা, দূরদৃষ্টি এগুলোর ওপরই তো সবকিছু নির্ভর করে। আজকে কারা এই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাদের চিহ্নিত করা উচিত। সরকারের উচিত, এ অবস্থা থেকে দেশের মানুষকে মুক্তি দেওয়া।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে মুক্তমঞ্চ ও স্মারক সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিএনপির ভাইস চেয়ারম্যান মশিয়ূর রহমান যাদু মিয়ার ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মশিয়ূর রহমান যাদু মিয়া জাতীয় স্মৃতি কমিটি’ এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের আহ্বায়ক  মো. শামসুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব মো. শাহজাহান, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান মোহন, সাইফুদ্দিন মনি প্রমুখ। এ ছাড়াও যাদু মিয়ার নাতি বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, কন্যা রিতা রহমান বক্তব্য দেন। বক্তব্যে ব্যারিস্টার মওদুদ মশিয়ূর রহমান যাদুর মিয়ার কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। মওদুদ আহমদ বলেন, ‘দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো খালি হয়ে গেছে। এই পর্যন্ত কোনোটার বিচার হয়নি। এখন তারা থাবা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ওপর। আমাদের রিজার্ভ অ্যাকাউন্টের উপরে হাজার কোটি টাকা দেশের থেকে বাইরে চলে গেছে। এটা কি কেউ বিশ্বাস করবে বাংলাদেশে ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া হ্যাকারদের মাধ্যমে টাকা লুট হয়েছে। দেশের কোনো মানুষ এটা বিশ্বাস করবে না।’ তিনি বলেন, ‘যুক্তরাজ্য সরকার বাংলাদেশ থেকে মালবাহী বিমান যাতায়াত বন্ধ করে দিয়েছে। কোটি ডলারের যে রপ্তানি হতো এগুলো বন্ধ করে দিয়েছে। এ ছাড়া আমাদের সরাসরি ফ্লাইট বন্ধ করে দিয়েছে। তাতে মানুষের কী অবস্থা হবে? বাংলাদেশে কোনো সরকার আছে বলে মনে হয় না। দেশে এখন একটি শূন্যতা বিরাজ করছে। জবাবদিহিতা না থাকার কারণেই এই নৈরাজ্য তৈরি হয়েছে।’ দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে মওদুদ আহমদ বলেন, ‘দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্রহীন সমাজে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, মৌলবাদের উত্থান হতে বাধ্য। এখন উপলব্ধি করতে হবে গণতন্ত্রবিহীন কীভাবে অন্যশক্তি এসে এই শূন্যতাটাকে পূরণ করে, দেশে গণতন্ত্রকে বিনষ্ট করে।’ তিনি বলেন, ‘এটা আওয়ামী লীগ-বিএনপি কোনো রাজনৈতিক দলের বিষয় নয়। এটা সমস্ত জাতির সমস্যা। ঐক্যবদ্ধভাবে এর সমাধান করতে হবে। সময় খুব দ্রুত পার হয়ে যাচ্ছে, আসুন এই সংকট নিরসনে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করি। এ জন্য সরকারকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এখনো সময় আছে উদ্যোগ গ্রহণ করুন। ক্ষমতার মোহে দেশটাকে বিপথে নিয়ে যাওয়ার সুযোগ আশা করি আপনারা দেবেন না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর