সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

লিবিয়ায় গুলিতে তিন বাংলাদেশি নিহত

কূটনৈতিক প্রতিবেদক

লিবিয়ার বেনগাজিতে অস্ত্রধারী দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিতে গতকাল তিন বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। নিহত বাংলাদেশিরা হলেন— ময়মনসিংহের হুমায়ূন কবির, রাজবাড়ীর জসীমউদ্দিন ও মো. হাসান। নিহত আরেক ব্যক্তি পাকিস্তানি বলে ধারণা করা হচ্ছে। এর আগের দিন লিবিয়ায় দুই বাংলাদেশিকে অস্ত্রধারীরা অপহরণ করে নিয়ে যায়। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এ এস এম আশরাফুল ইসলাম টেলিফোনে বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নিহত বাংলাদেশিদের লাশ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে দূতাবাস কাজ করছে। তাদের জন্য ক্ষতিপূরণ আদায়ের কোনো ব্যবস্থা থাকলে তাও খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অন্যান্য বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে ইতিমধ্যেই দূতাবাস থেকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। লিবিয়ায় নতুন করে কোনো বাংলাদেশি যাওয়ার বিষয়ে আগের নিষেধাজ্ঞা এখনো বহাল আছে। অন্যদিকে, গতকাল সকালেই সংবাদ সম্মেলন করে লিবিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিবিয়া পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক দাবি করে বায়রা সভাপতি মো. আবুল বাশার বলেছেন, বেশ কিছুদিন আগে লিবিয়ার ১৭১টি নিয়োগকারী প্রতিষ্ঠান প্রায় ৫২ হাজার কর্মীর চাহিদাপত্র বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে পাঠায়। সে চাহিদাপত্রের পরিপ্রেক্ষিতে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষ করে বাংলাদেশে লিবিয়ার দূতাবাস কর্মীদের চাকরির নিশ্চয়তা যাচাইপূর্বক প্রায় চার হাজার ভিসা ইস্যু করে। কিন্তু হঠাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞার কারণে ভিসা পাওয়া শ্রমিকদের লিবিয়া যাওয়া বন্ধ হয়ে যায়। ইতিমধ্যে ওইসব ভিসা মেয়াদোত্তীর্ণ হয়েছে। এখন লিবিয়ার পরিস্থিতি স্বাভাবিক হলেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। নিষেধাজ্ঞার কারণে ওই চার হাজারসহ আরও চাহিদার ৫২ হাজার নতুন কর্মী যাওয়া স্থগিত রয়েছে। বায়রার দাবি, ভারত, পাকিস্তান, ফিলিপাইন ছাড়াও অন্যদেশ থেকে লিবিয়া কর্মী নেওয়া শুরু করেছে। বর্তমানে কর্মী পাঠাতে না পারলে পরবর্তীতে তারা বাংলাদেশ থেকে যেকোনো ধরনের কর্মী নেওয়া একেবারে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বলে জানিয়ে বায়রা সভাপতি বলেন, লিবিয়ায় কমপক্ষে এক লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর