সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

আফগানিস্তানের জন্য এটা অনেক বড় প্রাপ্তি

খালেদ মাসুদ পাইলটের কলাম

আফগানিস্তানের জন্য এটা অনেক বড় প্রাপ্তি

ওয়ানডে কিংবা টি-২০ ক্রিকেটে আফগানিস্তান খুব ভালো দল। এ ধরনের ক্রিকেট খেলতে যে রকম ফিটনেস দরকার, যে রকম স্ট্যামিনা দরকার, যে শক্তি দরকার, তার সব আছে আফগানিস্তানের। কয়েক বছর ধরে খেয়াল করলে দেখবেন, ওরা খুব দ্রুত উন্নতি করছে। শুধু উন্নতি করছে তা নয়, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে যে কোনো দলকে ভয় পাওয়ানোর মতো ক্রিকেট খেলছে। চলতি টি-২০ ক্রিকেটে কিন্তু দারুণ খেলেছে    ওরা। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে হারলেও খুবই ভালো ক্রিকেট খেলেছে। আর গতকাল ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে যেভাবে হারিয়েছে, এক কথায় অসাধারণ। এই জয়টা আফগানিস্তানের জন্য অনেক বড় প্রাপ্তি। এটা তাদের ক্রিকেটকে এগিয়ে নেবে অনেক। আমি এই জয়টাকে তাদের প্রাপ্য বলে মনে করি। রশিদ খান নামে তাদের লেগ স্পিনার অসাধারণ বোলিং করেছেন টি-২০ বিশ্বকাপে। দারুণ করেছেন। অথচ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট কোনো লেগ স্পিনার নেয়নি। জুবায়ের হোসেন লিখনকে নিলে খুব ভালো করত বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় মাশরাফির অধিনায়কত্ব। অনেকেই বলছেন, টি-২০ ক্রিকেট থেকে সরে দাঁড়ানো উচিত মাশরাফির। আমি মনে করি মাশরাফির আরও কিছু দিন খেলা উচিত। টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ছাড়া প্রতিটি ম্যাচেই ভালো খেলেছে সে। এখন যেহেতু ক্রিকেট নেই, তাই বিশ্রাম নিয়ে তার খেলা উচিত। আমার মতে, বাংলাদেশ ক্রিকেট দলকে অনেক কিছু দেওয়ার আছে মাশরাফির। সে খুব ভালো ব্যাটিংও করেন। সত্যি বলতে তাকে টিম ম্যানেজমেন্ট ভালোভাবে ব্যবহার করতে পারেনি। স্পিন উইকেটে তাকে আরও উপরে নামানো উচিত ছিল। তাতে দলের লাভ হতো। তার হাতে যথেষ্ট শক্তি আছে। এটাকে কাজে লাগানো উচিত ছিল। যদি মাশরাফি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান, তাহলে আমার ব্যক্তিগত অভিমত, মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক বানানো উচিত। টেস্ট, ওয়ানডে ও টি-২০— তিন ক্যাটাগরির ক্রিকেটেই সে খেলছে নিয়মিত। মানুষ হিসেবে অসাধারণ। কোচ ও টিম ম্যানেজমেন্টের সঙ্গেও তার যোগাযোগটা ভালো।

এ ছাড়া টিম ম্যান হিসেবেও ভালো। তাকে অধিনায়ক বানালে ক্রিকেট আরও এগোবে বলে বিশ্বাস আমার।

সর্বশেষ খবর