সোমবার, ২৮ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতায় জোর দিন : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দিতে হবে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে সততা সংঘ গঠন এ ক্ষেত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। এ সংগঠন নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মন্ত্রী গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৬ উপলক্ষে সততা সংঘ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। তিনি বলেন, দেশের অব্যাহত উন্নয়নে মূল্যবোধকে গ্রথিত করতে হবে। কারণ নৈতিক মূল্যবোধহীন কোনো উন্নয়নই টেকসই হবে না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল ও দুদক মহাপরিচালক ড. মো. শামছুল আরেফিন। এর আগে দুদক চেয়ারম্যান অনুষ্ঠানে সততা সংঘের শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।

সর্বশেষ খবর