মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিরাট কোহলি ঠাণ্ডা মাথার ক্রিকেটার

খালেদ মাসুদ পাইলটের কলাম

বিরাট কোহলি ঠাণ্ডা মাথার ক্রিকেটার

বিরাট কোহলিকে আমি বিশ্বের সেরা ব্যাটসম্যান বলব না। তবে এ নিয়ে কোনো সন্দেহ নেই যে, বিশ্বের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান কোহলি। টেকনিক বলেন, মানসিকতা কিংবা লড়াই করা, সব মিলিয়ে ভারতের সেরা ক্রিকেটার। ম্যাচ উইনারও। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি যে ব্যাটিংটা করেন, আমার দেখা অন্যতম সেরা ইনিংস। ৮২ রানের ইনিংসটিকে আমি বলব পরিকল্পিত ব্যাটিং। কখন কি করতে হবে, সেটার বহিঃপ্রকাশ ছিল তাতে। দুই দলের ইনিংস খেয়াল করলে মনে হবে, উইকেট ছিল ব্যাটিং।

মোহালির উইকেট কিন্তু তেমন ছিল না।  ধীরগতির বোলাররা সহায়তা পাচ্ছিলেন, সেখানে কোহলি যেভাবে ব্যাটিং করেছেন, সেটা শুধু তার পক্ষেই সম্ভব হয়েছে। ১৬১ রানের টার্গেটে তিনি যখন ব্যাটিং করছিলেন, তখন তিনি পরিকল্পনা এঁকে ব্যাটিং করেন। প্রথমে যুবরাজ সিংকে নিয়ে ব্যাটিং করেন। তাকে নিয়ে ইনিংসের ভিত তৈরি করেন। এরপর ধোনিকে নিয়ে ম্যাচ জেতার জন্য ক্রিকেট খেলেন। কোহলি খুব ভালো করে জানতেন, শেষ ৫-৬ ওভারে ওভার প্রতি ১০-১২ রান করতে হবে। শেষ ৩ ওভারে যখন ৩৯ রান দরকার দলের, তখনো কিন্তু তাকে তাড়াহুড়া করতে দেখা যায়নি। বরং ঠাণ্ডা মাথায় বাজে বলগুলোর ব্যবহার করতে দেখা গেছে। জেমস ফকনারের করা ১৮ নম্বর ওভারে এক ছক্কা ও ২ চারে তুলে নেন ১৯ রান। ওই ওভারে একটিও ভালো বলকে অযথা চার্জ করেননি। সবগুলো বলকে মেরিট অনুযায়ী খেলেছেন। কুল্টার নাইলের করা ১৯ নম্বর ওভারে চার চারে তুলে নেন ১৬ রান। দুই ওভারে ৩৫ রান সংগ্রহ করে ম্যাচটিকে হঠাৎ সহজ করে তুলেন কোহলি। আমার মতে টি-২০ বিশ্বকাপে সেরা ব্যাটসম্যান সে। তার থেকে আমাদের ব্যাটসম্যানদের শেখার অনেক কিছু আছে। তার সবচেয়ে বড় গুণ মাথা ঠাণ্ডা রেখে ব্যাটিং করার। লড়াই করার মানসিকতা। এসব গুণই তাকে এগিয়ে দিয়েছে অন্য সবার চেয়ে। টি-২০ বিশ্বকাপে চার সেমিফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। আমি ভারতকে এগিয়ে রাখব। আমার মনে হয় ভারতকে সুবিধা দিতে খেলা হবে স্পিন উইকেটে। দুই দলের পার্থক্য গড়ে দিবেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। দ্বিতীয় সেমিফাইনালে আমার বাজি নিউজিল্যান্ড। যদিও ইংল্যান্ড খুব ভালো খেলছে। তারপরও আমার মনে হচ্ছে নিউজিল্যান্ড অনেক বেশি গোছান দল। তাদের স্পিন বিভাগ বেশ শক্তিশালী। দলটির লেগ স্পিনার সোধি পার্থক্য গড়ে দিতে পারেন।

সর্বশেষ খবর