মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বেসিক ব্যাংক মামলায় ৪ আসামি কারাগারে

আদালত প্রতিবেদক

বেসিক ব্যাংকের ঋণ কেলেঙ্কারি মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে করা সাত মামলায় মোট ৪৯ দিন রিমান্ড শুনানির জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করা হয়েছে। গতকাল ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন এ আদেশ দেন।

এর আগে রবিবার রাতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন। আসামিরা হলেন বেসিক ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক ইকরামুল বারী, এমারেল্ড ড্রেস লিমিটেডের মালিক সৈয়দ হাসিবুল গনি, এশিয়ান শিপিং বিডির মালিক মো. আকবর হোসেন এবং ফারশি ইন্টারন্যাশনাল ট্রেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুন্নবী চৌধুরী।

জানা গেছে, বেসিক ব্যাংকের সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ কেলেঙ্কারির ঘটনায় দুদক যে ৫৬টি  মামলা করেছে— তাতে আসামির তালিকায় এই চারজনের নাম রয়েছে। ২০০৯ সালে বেসিক ব্যাংকের দিলকুশা, গুলশান ও শান্তিনগর শাখা থেকে প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে। এরপর প্রায় ৫ বছর পর ২০১৫ সালের সেপ্টেম্বরে মোট ১৬৫ জনকে আসামি করে রাজধানীর বিভিন্ন থানায় মামলাগুলো হয়। আসামিদের মধ্যে ২৬ জনই ব্যাংক কর্মকর্তা।

সর্বশেষ খবর