মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

দুর্নীতিবাজদের অব্যাহতি মিলবে না

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিবাজদের অব্যাহতি মিলবে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, দুদকে মামলা হলেই আদালতে চার্জশিট দেওয়া হবে, মামলার পর কাউকে অব্যাহতি দেওয়া হবে না।

দুদকের বিরুদ্ধে দায়মুক্তির সমালোচনার জবাবে তিনি গতকাল বিকালে দুদকের প্রধান কার্যালয়ে মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এ মন্তব্য করেন। আরও বক্তব্য রাখেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট সভাপতি শাহ আলমগীর এবং একুশে টেলিভিশনের মনজুরুল আহসান বুলবুল। ‘দুদকের ভেতরেও দুর্নীতি হয়’ উল্লেখ করে নতুন চেয়ারম্যান আরও বলেন, শর্ষের মধ্যে ভূত আছে। এটি দূর করতে হবে। তিনি এ জন্য সংবাদ মাধ্যমকে সহযোগিতা করতে বলেন। তিনি বলেন, দুদকের যথেষ্ট ক্ষমতা আছে। দুদক শক্তিশালী, কিন্তু এর ক্ষমতা ব্যবহার করা হয় না। ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি হয়ে গেলে লাভ নেই। এটি যেন না হয় সে ব্যবস্থা করতে হবে। এ জন্য আমরা দুর্নীতি প্রতিরোধের জন্য স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছি। অনুষ্ঠানে মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া সমকাল পত্রিকার হকিকত জাহান হকি, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নূর আহমেদ, ইলেকট্রনিক মিডিয়া মাছরাঙা টিভির বদরুজ্জামান বাবু ও চ্যানেল টোয়েন্টিফোরের মোরসালিন জুনায়েদ এবং আরটিভির ফখরুল ইসলামের হাতে চেক, ক্রেস্ট এবং সনদপত্র তুলে দেন দুদক চেয়ারম্যান এবং বিচারকমণ্ডলীর সদস্যরা।

সর্বশেষ খবর