মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক

বিদেশি মিডিয়ার ষড়যন্ত্রে মাশরাফি

কলকাতা থেকে ঢাকায় ফিরে হতাশা ঝরে পড়েছিল মাশরাফির কণ্ঠে। বলেছিলেন, তাসকিন আহমেদ ও আরাফাত সানির নিষেধাজ্ঞা দলের ওপর প্রভাব ফেলেছিল। অথচ কোথায়ও আইসিসিকে কটাক্ষ করে কিছু বলেননি। কিন্তু ভারত, ইংল্যান্ডসহ নানান দেশের আন্তর্জাতিক মিডিয়ায় বাংলাদেশ অধিনায়ক মাশরাফির বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার করা হচ্ছে। পত্রিকাগুলো লিখেছে,  আইসিসির বিরুদ্ধে কথা বলেছেন টাইগার অধিনায়ক। ইংল্যান্ডের জনপ্রিয় ‘মেইল অনলাইন’ লিখেছে ‘বিশ্বকাপ থেকে বাংলাদেশের ছিটকে পড়ায় আইসিসিকে দোষারোপ করেছেন মাশরাফি।’ কলকাতার শীর্ষ বাংলা পত্রিকা আনন্দ বাজার লিখেছে ‘দেশে পৌঁছে আইসিসিকে এক হাত নিলেন মাশরাফি।’ এনডিটিভি লিখেছে, ‘টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের জন্য আইসিসির নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মাশরাফি।’ মধ্যপ্রাচ্যের জনপ্রিয় গালফ টুডে লিখেছে, ‘বাংলাদেশের বিদায়ের জন্য বোলারদের নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন মর্তুজা।’ একই ধরনের লেখা লিখেছে ভারতের স্টার স্পোর্টস, দক্ষিণ আফ্রিকার সুপার স্পোর্টের অনলাইন সংস্করণ। অথচ ঢাকায় ফিরে মাশরাফি বলেছিলেন, ‘বিশেষ করে তাসকিনের নিষেধাজ্ঞা আমাদের দলের ওপর অনেকখানি প্রভাব ফেলেছে। তাকে হারিয়ে আমাদের অনেক ক্ষতি হয়েছে।’

সর্বশেষ খবর