মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

পুলিশের ধারণা ইন্টারপোলকে বিভ্রান্ত করেছেন তারেক

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিভ্রান্তিকর তথ্য দিয়ে তার বিরুদ্ধে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের জারি করা রেড নোটিস বাতিল করিয়েছেন বলে ধারণা করছে বাংলাদেশ পুলিশ। গতকাল বাংলাদেশ পুলিশ সদর দফতর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলাসহ অন্যান্য ১৩টি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় গত বছরের ১০ ফেব্রুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিস জারির জন্য ইন্টারপোলকে অনুরোধ করে বাংলাদেশ পুলিশ। ওই অনুরোধের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল সচিবালয় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দলিলাদি বিশ্লেষণের পর রেড নোটিস জারি করে। পুলিশ সদর দফতরের এনসিবি শাখা ধারণা করছে যে, উক্ত রেড নোটিস জারির পর তারেক রহমান বিভিন্ন প্রকার জাতীয় ও আন্তর্জাতিক লবির মাধ্যমে কমিশন ফর দ্য কন্ট্রোল অব ইন্টারপোল ফাইলসের (সিসিএফ) কাছে তার সপক্ষে বিকৃত ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেন, যার পরিপ্রেক্ষিতে ইন্টারপোল প্রথমে রিভিউ ও পরে রেড নোটিস বাতিল করে। রেড নোটিসটি রিভিউ করার পর্যায়ে এর কারণ সম্পর্কে জানতে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, তারেক রহমান প্রটেকটিভ স্ট্যাটাসে আছেন বিধায় তার রেড নোটিস বাতিল করার সুযোগ রয়েছে, প্রটেকটিভ স্ট্যাটাস বিষয়টি বোধগম্য না হওয়ায় কে বা কোন দেশ তাকে প্রটেকটিভ স্ট্যাটাস প্রদান করেছে জানতে চাইলে এ সংক্রান্ত কোনো সন্তোষজনক সাড়া পাওয়া যায়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় ‘ধারণা করা হয় রাজনৈতিক আশ্রয়ের মতোই প্রটেকটিভ স্ট্যাটাসও বিদেশে আশ্রয় গ্রহণের অন্য একটি উপায়। কোনো তদন্তাধীন ফৌজদারি মামলায় ও আসামিদের বিরুদ্ধে রেড নোটিস জারি করার বিধান ও দৃষ্টান্ত আছে। তারেক রহমান একাধিক ফৌজদারি মামলার অভিযোগপত্রভুক্ত আসামি, যা আদালতে বিচারাধীন। তারপরও তারেক রহমানের বিরুদ্ধে জারিকৃত রেড নোটিস কেন প্রত্যাহার হবে, তা বাংলাদেশ পুলিশের কাছে বোধগম্য নয়। বাংলাদেশ পুলিশ এ ব্যাপারে ইন্টারপোলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। বিজ্ঞপ্তি।

সর্বশেষ খবর