মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬ ০০:০০ টা

জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

সব ধরনের জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। তবে ইতিমধ্যে বিদ্যুৎ ও শিল্প-কারখানায় ব্যবহূত ফার্নেস তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ১৬ টাকা কমানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে পরিপত্র জারি হতে পারে। তবে অকটেন, পেট্রল, ডিজেল ও কেরোসিনের দাম কমবে কি না, কমালে কতটুকু কমবে এবং তা কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী মাসে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যাচাই-বাছাই করে ফার্নেস  তেলের দাম লিটারপ্রতি কত কমানো হবে তার ঘোষণা আসবে।’ এক প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ‘সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে একটি প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে রয়েছে। এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত আসবে। জানা গেছে, গতকাল অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। তবে সূত্র জানায়, সব ধরনের জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাব থাকলেও এই মুহূর্তে ফার্নেস তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে বিদ্যুৎ ও শিল্প-কারখানায় ব্যবহূত ফার্নেস তেলের লিটার ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তা লিটারপ্রতি ১৫-১৬ টাকা পর্যন্ত কমতে পারে। বিশ্ববাজারে দুই বছর ধরে জ্বালানি তেলের দাম কমছে। এতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) গত বছর লাভ করেছে পাঁচ হাজার কোটি টাকা।

সর্বশেষ খবর