সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

আনন্দ রূপ নিল ট্র্যাজেডিতে

ভারতে মন্দিরে আগুন, মৃত্যু শতাধিক

কলকাতা প্রতিনিধি

আনন্দ রূপ নিল ট্র্যাজেডিতে

উৎসবের আনন্দ রূপ নিল ভয়াবহ ট্রাজেডিতে। ভারতের কেরালা রাজ্যের পুত্তিঙ্গল মন্দিরে আগুনে অন্তত ১১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন তিন শতাধিক মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে     পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার দিবাগত ভোর রাতে ওই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। শুরু হয় উদ্ধারকাজ। আহত ব্যক্তিদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের উপযুক্ত শাস্তি দাবি করেছে কংগ্রেস। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার ওই মন্দিরে একটি উৎসবকে ঘিরে কয়েক হাজার মানুষ সমবেত হয়। রাতভর সেখানে আতশবাজি  পোড়ানো হচ্ছিল। একপর্যায়ে মন্দির চত্বরে জড়ো করে রাখা আতশবাজির স্তূপে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় লোকজন ছোটাছুটি করতে থাকে। এতে অনেকে আগুনে দগ্ধ হয়ে মারা যান। অনেকে মারা যান পদপিষ্ট হয়ে। অগ্নিকাণ্ডের সময় বিস্ফোরণের ঘটনায় একটি ভবন ধসে পড়ে। সেখানেও অনেকে মারা গেছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এদিকে ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন কেরালার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথালা। মন্ত্রী বলেন, এ ঘটনায় এখনো যারা আটকে আছেন, তাদের উদ্ধারে সব চেষ্টা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হতাহতের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর দুঃখ প্রকাশ করেছেন। উদ্ভূত পরিস্থিতিতে কেরালা সরকারকে সব ধরনের সহযোগিতা দিতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশনা দিয়েছেন মোদি। অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারকে অনুদানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার ঘোষণা অনুযায়ী, এ অগ্নিকাণ্ডে নিহতের প্রত্যেকের পরিবার পাবে ২ লাখ রুপি করে। আর আহতরা পাবেন ৫০ হাজার রুপি করে। গতকাল মোদি ১৫ বিশেষজ্ঞ চিকিৎসকসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। অন্যদিকে কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন। আগুনে হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন  কেরালার মুখ্যমন্ত্রী ওমেন চণ্ডী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর