কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসকদ্বয়কে সিআইডি জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল বিকাল থেকে তাদের কুমিল্লা সিআইডি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ মামলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘হত্যার ক্লু উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছি, বিভিন্ন তথ্য যাছাই করছি, সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’
ময়নাতদন্তকারী চিকিৎসকদ্বয় হলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা ও প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. শারমিন সুলতানা। উল্লেখ্য, তনুর প্রথম ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়, ‘ধর্ষণের আলামত মেলেনি। মৃত্যুর নির্দিষ্ট কারণও জানা যায়নি।’ এ প্রতিবেদন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তনুর পরিবার। তনুর বাবা ইয়ার হোসেন বলেছিলেন, ‘ডাক্তাররা কি রিপোর্ট দিয়েছে তা আমি জানি না। আমি আমার মেয়ের রক্তাক্ত মরদেহ সিএমএইচে নিয়ে গেছি। আমার মেয়ে খুন হয়েছে। এখন ডাক্তাররা এসব কি বলছে? তাহলে কি আমার তনুকে জিনে মেরেছে?’ গত ৪ এপ্রিল এ রিপোর্ট প্রকাশ হয়েছিল। ওই দিন ডা. কামদা প্রসাদ সাহা জানিয়েছিলেন, ‘তনুর শরীরে যে দুটি আঘাত ছিল তা মৃত্যুর জন্য যথেষ্ট নয়, তা ছাড়া তাকে ধর্ষণেরও আলামত মেলেনি।’
স্থান পরিদর্শনে সিআইডির ডিআইজি : সিআইডি ঢাকার ডিআইজি মাহবুব মহসিনের নেতৃত্বে এবং কুমিল্লা সিআইডির একটি সমন্বিত দল গতকাল বেলা ১১টায় কুমিল্লা সেনানিবাসে তনুর লাশ উদ্ধারের স্থান ফের পরিদর্শন করেছেন। তারা বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সেনানিবাসে এরিয়া কমান্ডার কুমিল্লা ও জিওসি এবং স্টেশন কমান্ডারের সঙ্গেও কথা বলেন।সিআইডির আশাবাদ : তনু হত্যা মামলার তদন্ত সহায়ক কমিটির প্রধান সিআইডির ঢাকার বিশেষ পুলিশ সুপার আবদুল কাহ্হার আকন্দ মামলা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ‘হত্যার ক্লু উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদ করছি, বিভিন্ন তথ্য যাছাই করছি, সত্য উদ্ঘাটনের চেষ্টা করছি।’ এ পর্যন্ত কতজনকে জিজ্ঞাসাবাদ করেছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কতজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সংখ্যা হিসাব করে রাখা হয়নি। যখন যাকে যেখানে প্রয়োজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘তাড়াতাড়ি নয়, তবে আমরা আশা করছি রহস্য উদ্ঘাটন করতে পারব।’
নেত্রকোনায় মানববন্ধন : নেত্রকোনা প্রতিনিধি জানিয়েছেন, তনু হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল দুপুরে নেত্রকোনার পূর্বধলা প্রধান সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটি ও স্বাবলম্বীর যৌথ উদ্যোগে এ মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।