সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

কেন্দ্রের বাইরে খুনের দায় ইসির নয় : আবু হাফিজ

লালমনিরহাট প্রতিনিধি

কেন্দ্রের বাইরে খুনের দায় ইসির নয় : আবু হাফিজ

ইউনিয়ন পরিষদের নির্বাচনী পরিবেশ স্বাভাবিক দাবি করে নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ বলেছেন, ভোট কেন্দ্রের বাইরের খুনের দায় নির্বাচন কমিশন নেবে না। গতকাল দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে চলমান নির্বাচনে আচরণবিধি ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, যারা ভোট করছেন, নির্বাচিত হচ্ছেন, ভোট কেন্দ্রের বাইরের খুনের এ দায় তাদেরই নিতে হবে। কারণ দুই পক্ষের মধ্যে মারামারি করে তারাই খুনোখুনিতে জড়াচ্ছেন। তবে এসব ঘটনা কাম্য নয় বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এসব ঘটনার যেন আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হাতে তা দমনের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা আশা করছি, রাজনৈতিক দলগুলো পরবর্তী ইউপি নির্বাচনে নিজেদের মধ্যে দাঙ্গা-হাঙ্গামায় জড়াবে না। নির্বাচনী পরিবেশ উত্তপ্ত হয় এমন কোনো মন্তব্য কিংবা বক্তব্য রাখবে না। তিনি বলেন, বিলুপ্ত ছিটমহলে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সমাপ্তের পরই স্থগিত হওয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করীম, পাঁচ উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিজিবি ও আনসার কর্মকর্তা, সাংবাদিকসহ নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর