সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালে আন্দোলন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতি জায়েজ করতে এবং জনগণের কাছ থেকে আদায় করা অর্থ হাতিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াচ্ছে সরকার। তিনি বলেন, এই সরকার ক্ষমতায় আসার পর থেকে ধাপে ধাপে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। দুর্নীতিকে জায়েজ করতেই তারা এটা করছে। বিএনপি সবসময় এর প্রতিবাদ করে আসছে। আবারও গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হলে জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল দুপুরে রাজধানীর জিগাতলায় অসুস্থ সাবেক ফুটবলার আইনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় বিএনপি নেতা আবদুস সালাম, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রের চেতনা নিয়ে মানুষ ’৭১-এ মুক্তিযুদ্ধ করেছিল। কিন্তু গণতন্ত্রের সেই চেতনা আজ হারিয়ে গেছে। দেশ এখন পুরোপুরি অগণতান্ত্রিক সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। দেশে নির্বাচিত কোনো সরকার নেই, এটা বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য। তাই দলকে সুসংগঠিত করে চলমান আন্দোলনকে এগিয়ে নিতে হবে। বিএনপির মহাসচিব বলেন, নতুন নেতৃত্বে দলের সব প্রতিকূল অবস্থা কেটে যাবে। তিনি বলেন, গতিশীিল এই নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে সফলতা আসবেই। শিগগিরই গণতন্ত্রের জন্য চলমান আন্দোলনকে বেগবান করে সামনের দিকে এগিয়ে নেওয়ারও আশা প্রকাশ করেন তিনি। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য আইনুল হক ষাট এবং সত্তর দশকে নিজের ফুটবল জীবনের সেরা সময়টা কাটিয়েছেন ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবে। মির্জা আলমগীর তার চিকিৎসার খোঁজখবর নিতে জিগাতলার বাসায় যান এবং তাকে নগদ আর্থিক সহায়তা দেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর