সোমবার, ১১ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

মশালের সুরক্ষা চেয়ে ইনুর চিঠি

নিজস্ব প্রতিবেদক

মশালের সুরক্ষা চেয়ে ইনুর চিঠি

নির্বাচন কমিশনে জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের আলাদা হয়ে যাওয়া দুটি কমিটি নেতৃবৃন্দের মশাল প্রতীক দাবি প্রশ্নের শুনানির পর দলীয় প্রতীকের দাবি জানিয়ে ইসিতে চিঠি দিয়েছেন এক পক্ষের সভাপতি হাসানুল হক ইনু। গতকাল নির্বাচন কমিশনে এ চিঠি পৌঁছে দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর ব্যক্তিগত কর্মকর্তা ও জাসদ নেতা সাজ্জাদ হোসেন। প্রধান নির্বাচন কমিশনার বরাবর লেখা চিঠিতে হাসানুল হক ইনু বলেন, শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, মইনউদ্দীন খান বাদলসহ কিছু সদস্য দল পরিত্যাগ করে একই নামে আলাদা দল গঠন করে জাসদের নাম, নিবন্ধন নম্বর, প্রতীক ‘মশাল’ বেআইনিভাবে অপব্যবহারের অপতত্পরতা চলাচ্ছেন। এ অবস্থায় দলের নাম, প্রতীক ও নিবন্ধনের বেআইনি ব্যবহার রোধ করে আইনি সুরক্ষা করতে হবে। ১২ মার্চ জাতীয় সম্মেলন ঘিরে দুই ভাগ হয় জাসদ। হাসানুল হক ইনু ও শিরীন আখতারের কমিটির পাশাপাশি কার্যকরী সভাপতি মইনউদ্দীন খান বাদল, সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধানের আলাদা কমিটি ঘোষণার মধ্য দিয়ে এ বিভক্তি চূড়ান্ত হয়। দুই পক্ষই নিজেদের ‘মূল জাসদ’ দাবি করে দলীয় প্রতীক মশালের দাবি নিয়ে ইসির দ্বারস্থ হওয়ায় ৬ এপ্রিল আলাদাভাবে দুই পক্ষের শুনানি করে ইসি। স্থায়ী কোনো সমাধান ওই শুনানিতে না দিয়ে ইউপি নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে মশালের দাবি নিয়ে জটিলতা হলে তা মেটানোর দায়িত্ব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া হয়েছে। হাসানুল হক ইনুর চিঠিতে বলা হয়েছে : ২০০৮ সালে নিবন্ধনের সময় জাসদের সভাপতি ছিলেন হাসানুল ইনু ও সাধারণ সম্পাদক জাফর সাজ্জাদ। চিঠিতে লিখেছেন, গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি শরীফ নূরুল আম্বিয়া, নাজমুল হক প্রধান, মইনউদ্দীন খান বাদলসহ কিছু সদস্য দল ছেড়ে একই নামে পৃথক দল গঠনের চেষ্টায় লিপ্ত হয়েছেন। এ ক্ষেত্রে জাসদের প্রতীক ও নিবন্ধন নিজের নেতৃত্বাধীন অংশের পক্ষেই থাকা উচিত বলে দাবি করেছেন তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর