মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

বরখাস্ত মেয়র আরিফ কারাগারে, সাবেক এমপি অরুণ আটক

প্রতিদিন ডেস্ক

সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করে গতকাল তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে এদিনই পুলিশ আটক করেছে। সিলেট থেকে নিজস্ব প্রতিবেদক জানান, সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীর জামিনের আবেদন গতকাল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নামঞ্জুর করেন। ফলে দুপুরে তাকে ফের কারাগারে পাঠানো হয়েছে। নিজের ও মায়ের সুচিকিৎসার আবেদন করে আরিফ কিবরিয়া হত্যা মামলায় ১৫ দিনের জন্য জামিনে ছিলেন। সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আরিফ ১৫ দিনের জামিন পেয়েছিলেন। আরিফ নিজের ও তার মায়ের অসুস্থতার বিষয়টি জানিয়ে আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন। শুনানি শেষে ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান আরিফুল হক চৌধুরীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন নামঞ্জুর করেন। জামিনের মেয়াদ বর্ধিত না হওয়ায় আরিফকে ফের কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা মামলা ও বিস্ফোরক মামলায় ১৫ দিনের জামিন পেয়ে গত ২৮ মার্চ কারামুক্ত হন আরিফ।

সাবেক এমপি মাসুদ আটক : মেহেরপুর প্রতিনিধি জানিয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণকে গতকাল ভোরে তার কাঁসাড়িপাড়ার বাসভবন থেকে নাশকতার মামলায় পুলিশ আটক করেছে। মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম জানান, ২০১৩ সালের সরকারবিরোধী আন্দোলনে নাশকতা সৃষ্টির অভিযোগে তার নামে দুটি মামলা হয়। এ দুটি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। সম্প্রতি জামিনের মেয়াদ শেষ হয়ে গেলেও তিনি নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে মেহেরপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মো. আমজাদ  হোসেন  মুঠোফোনে দাবি করেন, চলমান ইউপি নির্বাচনে মাসুদ অরুণ যাতে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নিতে না পারেন সেজন্য সরকারদলীয় নেতা-কর্মীদের চাপে পুলিশ তাকে আটক করেছে। এ ছাড়া মাসুদ অরুণের আইনজীবী মারুফ আহমেদ বিজন জানান, জামিনের আবেদনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আদালতের কার্যক্রম শুরু হলে জামিন আবেদন করা হবে।

সর্বশেষ খবর