মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬ ০০:০০ টা

অর্থ পাচার কঠোর হাতে দমন করুন

নিজস্ব প্রতিবেদক

অর্থ পাচার কঠোর হাতে দমন করুন

সম্প্রতি পানামার বহুজাতিক আইনি সহায়তা প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ফাঁস হওয়া পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনাকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনার প্রকট স্বচ্ছতার ঘাটতি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। দুর্নীতি ও কর ফাঁকির মাধ্যমে অর্জিত অর্থ পাচার ও তথাকথিত নিরাপদ স্বর্গে বিনিয়োগ করা হচ্ছে তা কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়েছেন তিনি। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

ড. ইফতেখারুজ্জামান বলেন,  ফাঁস হওয়ার তথ্যে বিশ্বব্যাপী প্রভাবশালী ব্যক্তিবর্গের সম্পৃক্ততা আরও একবার প্রমাণ করল যে, দুর্নীতি একটি বৈশ্বিক সমস্যা। যা থেকে কোনো দেশই মুক্ত নয়। অন্যদিকে কর ফাঁকি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ পাচারের ক্রমবর্ধমান প্রবণতা আন্তর্জাতিক অর্থ ব্যবস্থাপনায় সুশাসনের গভীর অভাব প্রমাণ করে। তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ থেকে উদ্বেগজনক হারে টাকা পাচার বেড়েছে। পাচার হওয়া এই অর্থ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড এবং অ্যাটর্নি জেনারেলের অফিসের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা নিতে হবে। পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা প্রয়োজন। অর্থ পাচার রোধ করা, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা ও সংশ্লিষ্টদের বিচারের মুখোমুখি করা জটিল হতে পারে, তবে তা মোটেও অসম্ভব নয়।

সর্বশেষ খবর