শনিবার, ১৪ মে, ২০১৬ ০০:০০ টা
কংগ্রেসে শুনানিতে নিশা

উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক

সন্ত্রাস ও উগ্রবাদীদের হারাতে বাংলাদেশের সঙ্গে অংশীদারির ওপর গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল গত বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র পার্লামেন্টের (কংগ্রেস) প্রতিনিধি সভার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পররাষ্ট্রবিষয়ক উপকমিটিতে বাজেট নিয়ে আলোচনায় বলেন, ‘কঠিন চ্যালেঞ্জ জয়ের ইতিহাস আছে বাংলাদেশের এবং আমরা আশাবাদী, সংকল্পবদ্ধ অংশীদারির মাধ্যমে হুমকি হয়ে ওঠা      উগ্রবাদী ও সন্ত্রাসীদের হারাতে বাংলাদেশকে সহযোগিতাও করতে পারব।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্র দূতাবাস কর্মকর্তা জুলহাজ মান্নান হত্যার পটভূমিতে সম্প্রতি ঢাকা সফরে তিনি বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বার্তাগুলোর ওপর গুরুত্বারোপ করেছেন। ওই বার্তাগুলো হলো, ‘সহিংস উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে আছে এবং এ ধরনের চ্যালেঞ্জের সময় আইনের শাসন, রাজনৈতিক অধিকার ও বাংলাদেশের তাদের মনের কথা বলার সামর্থ্যকে সম্মান জানানো অন্য যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ’। তিনি আরও বলেন, এ লড়াইয়ে সফল হতে হলে মুক্ত মতপ্রকাশের অধিকার সংরক্ষণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং সক্রিয় নাগরিক সমাজের জন্য সুযোগ দেওয়াই যথেষ্ট নয়। হামলা প্রতিরোধে নজরদারি, ঝুঁকি চিহ্নিত করতে গোয়েন্দা কার্যক্রম, হামলা তদন্তে সুপ্রশিক্ষিত পুলিশ এবং স্বচ্ছ বিচার ব্যবস্থা থাকাও দরকার। নিশা দেশাই তার বক্তৃতায় ২০১৭ অর্থবছরে বাংলাদেশের পেছনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ব্যয়ের জন্য ২০ কোটি ৭৯ লাখ ডলার চেয়েছেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে নিয়মিত ব্রিফিংয়ে প্রেস অফিসের পরিচালক এলিজাবেথ ট্রুডো বলেন, সহিংস উগ্রবাদবিরোধী উদ্যোগে বাংলাদেশ সরকারের পাশেই থাকবে যুক্তরাষ্ট্র। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকার (বাংলাদেশ সরকার) এ সমস্যা মোকাবিলায় কাজ করছে। আমাদের লক্ষ্য হলো, তাদের (বাংলাদেশের) প্রচেষ্টাকে সফল করতে সহায়তা দেওয়া এবং এর পাশাপাশি মানবাধিকারকেও সম্মান দেখানো।’

যুক্তরাষ্ট্র কংগ্রেসের ওয়েবসাইটে প্রকাশিত বিবরণী থেকে জানা যায়, প্রতিনিধি সভার পররাষ্ট্রবিষয়ক উপকমিটিতে বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার মধ্যরাতের পর বাজেট নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই তার দফতরের অগ্রাধিকারগুলো তুলে ধরেন। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘সহিংস উগ্রবাদ মোকাবিলায় কর্মসূচি বাড়ানোর পাশাপাশি এই ঝুঁকির নতুন মাত্রা বুঝতে ও তা প্রতিরোধে বাংলাদেশ সরকারকে সহযোগিতার নতুন নতুন উপায় নিয়েও আমরা কাজ করতে চাই। এসব প্রচেষ্টায় আমরা যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বাংলাদেশে আমাদের বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।’

সর্বশেষ খবর