সোমবার, ৩০ মে, ২০১৬ ০০:০০ টা

দলীয়ভাবে হওয়ার কারণে সংঘাত

—বদিউল আলম মজুমদার

দলীয়ভাবে হওয়ার  কারণে সংঘাত

দলীয় ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সংঘাত-সহিংসতা বেশি হচ্ছে বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এর পেছনে আরও অনেক কারণ রয়েছে। এর মধ্যে প্রধান কারণগুলো হলো— দলীয় নির্বাচনে মনোনয়ন ব্যাণিজ্য, অযোগ্য লোকদের মনোনয়ন দেওয়া ও ক্ষমতায় যাওয়ার সংস্কৃতি। তিনি বলেন, বর্তমানে চলছে ফায়দা হাসিলের রাজনীতি। পদ পাওয়ার জন্যই চলছে সংঘাত। আর রাজনীতিতে পদ-পদবি পেলে আর্থিক সুবিধা লাভ করা যায়, অন্যায় করেও পার পাওয়া যায়। এ জন্য সবাই প্রতিযোগিতা করে ক্ষমতায় যাওয়ার জন্য, পদ-পদবি পাওয়ার জন্য। আর এসব কারণেই সৃষ্টি হচ্ছে সংঘাত-সহিংসতা। এই নির্বাচন বিশ্লেষক বলেন, সহিংসতার দায় নির্বাচন কমিশনের ওপরও রয়েছে। তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। দায়সারাভাবে কাজ করেছে। তাদের কাছে যে ক্ষমতা ছিল, তা তারা ব্যবহার করেনি। এ ছাড়া চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের অনিয়ম-সংঘাত নতুন সমস্যার সৃষ্টি করছে। নির্বাচন হচ্ছে সমস্যা সমাধানের পথ। কিন্তু বর্তমান নির্বাচন কমিশন তাদের অগাধ ক্ষমতার ব্যবহার না করায় এ নির্বাচনকে কলুষিত করেছে। চরম সংকটের সৃষ্টি করেছে। নির্বাচনী সংস্কৃতি নষ্ট হচ্ছে। গণতন্ত্রেও এর প্রভাব পড়েছে। সাধারণ মানুষ নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এর আগে বদিউল আলম মজুমদার বলেন, চলমান ইউপি নির্বাচন নির্বাচনও নয় এবং গণতন্ত্রও নয়। বরং এক দুঃস্বপ্ন। নির্বাচনে অনিয়ম, মনোনয়ন বাণিজ্য, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সংখ্যা প্রভৃতি বিবেচনায় এ নির্বাচন যেন সবার কাছে গা সওয়া হয়ে গেছে। তার মানে এগুলো এখন সবার কাছে গ্রহণযোগ্য হয়ে যাচ্ছে, যা ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য কাঙ্ক্ষিত নয়। তিনি আরও বলেন, ‘যারা চোখে দেখে না বা কানে শোনে না তারা ছাড়া সবাই বলবেন, এ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনগুলো কোনোক্রমেই সুষ্ঠু ও গ্রহণযোগ্য ছিল না।

সর্বশেষ খবর