মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা

নির্বাচনী সহিংসতায় ঝরল আরও দুই প্রাণ

প্রতিদিন ডেস্ক

ইউপি নির্বাচনী সহিংসতায় নাটোর ও কুমিল্লায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ১১৯। নাটোরে নিহত ব্যক্তির নাম শাহাবুল ইসলাম ভুলন। রাজশাহী মেডিকেলে গতকাল তিনি মারা যান। রবিবার দুই চেয়ারম্যান প্রার্থীর      সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছিলেন তিনি। কুমিল্লায় হোমনায় নির্বাচনের দিন সংঘর্ষের সময় নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শরীয়তপুর, মানিকগঞ্জ ও দিনাজপুরে রবিবার রাত ও গতকাল হামলা, সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন ১৯ জন। প্রতিনিধিদের পাঠানো খবর— নাটোর : বড়াইগ্রামে আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত শাহাবুল ইসলাম ভুলন (২৬) মারা গেছেন। রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়। ভুলন উপজেলার চামটা গ্রামের আলিম উদ্দিনের ছেলে। গত রবিবার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামে বিজয়ী নৌকা প্রার্থী তোজাম্মেল হকের কর্মী-সমর্থকদের সঙ্গে বিদ্রোহী আবুল কালাম আজাদের লোকজনের সংঘর্ষ হয়। এতে ভুলনসহ ১২ জন আহত হয়েছিলেন। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। বন্ধ হয়ে যায় জোনাইল বাজারের বেশির ভাগ দোকানপাট। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লায় ভোটের দিন সংঘর্ষের সময় নিখোঁজ যুবক মোতালিব মিয়ার মরদেহ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উদ্ধার হয়েছে। উপজেলার রাধানগর গ্রামের মেঘনা নদী থেকে রবিবার সন্ধ্যায় লাশটি উদ্ধার করে পুলিশ। মোতালিব হোমনা উপজেলার দড়িরচর গ্রামের মুক্ত মিয়ার ছেলে। পুলিশ জানায়, গত শনিবার কুমিল্লা হোমনার চুনারচর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে জাতীয় পার্টির প্রার্থী আবদুল মালেক ও বিএনপির মফিজুল ইসলাম গনির সমর্থকদের সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। ওই সময় মোতালিবসহ কয়েকজন নদীতে পড়ে যান। এর পর থেকে মোতালিবকে পাওয়া যাচ্ছিল না। রবিবার বাঞ্ছারামপুরে নদীতে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন এলাকাবাসী। পরে মোতালিবের ভাই লাশ শনাক্ত করেন। শরীয়তপুর : ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে গতকাল নৌকা প্রার্থীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নেতা-কর্মীর সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। জানা যায়, নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান দুলাল মাতব্বরের কয়েকজন কর্মী ইসলামপুর ভাঙ্গা ব্রিজ এলাকায় প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিদ্রোহী প্রার্থী আমিন উদ্দীনের সমর্থকরা মোটরসাইকেলে এসে তাদের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। মানিকগঞ্জ : সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে গতকাল প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। তারা হলেন— স্বতন্ত্র পরাজিত চেয়ারম্যান প্রার্থী আনন্দ সাহার ভাই চন্দন সাহা, ছেলে উত্পল সাহা, বন্ধু রেদোয়ান। চন্দন বাংলাদেশি বংশোদ্ভূত বেলজিয়ামের নাগরিক। চন্দন ও উত্পলকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। রেদোয়ান জানান, ভাড়ারিয়া বাজারে চা খাচ্ছিলেন চন্দন। এ সময় নৌকা প্রার্থীর লোকজন তাকে মারধর করেন। খবর শুনে তারা ঘটনাস্থলে গেলে লাঠি, রড, রামদা নিয়ে তাদের ওপরও হামলা করে। দিনাজপুর : বীরগঞ্জে নবনির্বাচিত ইউপি সদস্যের সমর্থকদের হামলায় রবিবার রাতে আরিফুল ইসলাম নামে একজন আহত হয়েছেন। তিনি উপজেলার শতগ্রাম ইউনিয়নের কাসিমনগরের মজিবর রহমানের ছেলে। নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয় বলে জানান আরিফুল।

সর্বশেষ খবর