মঙ্গলবার, ৩১ মে, ২০১৬ ০০:০০ টা
জিয়ার কবরে খালেদার শ্রদ্ধা

সরকারের অশুভ পরিকল্পনা সফল হবে না : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকারের অশুভ পরিকল্পনা সফল হবে না : ফখরুল

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে গতকাল তার সমাধিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুষ্পস্তবক অর্পণ করেন —বাংলাদেশ প্রতিদিন

দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তার সহধর্মিণী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল দুপুরে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে নেতা-কর্মীদের নিয়ে  শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দেওয়া হচ্ছে। বিএনপিকে নির্মূল করতে চক্রান্ত শুরু হয়েছে। রাজনীতি থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে সরকারের এই অশুভ পরিকল্পনা সফল হবে না। প্রয়াত এই রাষ্ট্রপতির মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গসংগঠন ১৫ দিনের কর্মসূচি পালন করছে। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করে প্রথম দিনের কর্মসূচি শুরু হয়। সমাধিতে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতিহা পাঠ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন বিএনপি-প্রধান। এ ছাড়া জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে আয়োজিত খতমে কোরআন ও মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এর পরই বেগম জিয়া রাজধানীর বিভিন্ন স্পটে প্রতি বছরের মতো এবারও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। রাজধানীর ৩১টি পয়েন্টে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ শুরু করেন মানিক মিয়া এভিনিউর টিঅ্যান্ডটি মাঠ থেকে। এক বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়েও যান বেগম জিয়া। সেখানে প্রায় এক ঘণ্টা বিশ্রাম করেন। সন্ধ্যার পরে গুলশানের বাসায় ফেরেন বেগম জিয়া। আজ ৮টি এবং আগামীকাল ১৫টি পয়েন্টে তিনি দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করবেন। জিয়ার কবরে এ সময় মির্জা ফখরুল ছাড়াও বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল মাহবুবুর রহমান (অব.), ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, শাহ মোয়াজ্জেম হোসেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, রফিক শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, তাঁতীদল, মুক্তিযোদ্ধা দল, মত্স্যজীবী দল, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুলিশি বাধায় কবর প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ও জিসাসের উদ্যোগে রক্তদানের নির্ধারিত কর্মসূচি পণ্ড হয়ে যায়।তবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সকালে ড্যাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প বসে। সেখানে দিনব্যাপী রোগীদের চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। এ ছাড়া জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে জিয়াউর রহমানের ওপর আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ।

 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি পুরোপুরিভাবে জিয়াউর রহমানের আদর্শ ও দর্শন বিশ্বাস করে। কিন্তু নিন্দুক যারা, যারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তাদের বক্তব্য যে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ থেকে দূরে সরে গেছে। এ বক্তব্য সঠিক নয়।’ তিনি বলেন, ‘আজকে দেশের রাজনীতির যে প্রেক্ষাপট, সে প্রেক্ষাপটে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমগ্র জাতিকে শহীদ জিয়ার দর্শন ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ করব। অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করে সত্যিকার অর্থে জনগণের গণতন্ত্র ও জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব, এই হচ্ছে আজকের দিনে আমাদের শপথ।’

সর্বশেষ খবর