শনিবার, ১৩ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সিরিজ বোমায় কাঁপল থাইল্যান্ড, নিহত ৪

প্রতিদিন ডেস্ক

সিরিজ বোমায় কাঁপল থাইল্যান্ড, নিহত ৪

আহত একজনের শুশ্রূষায় কর্মীরা —বিবিসি

পরপর আটটি বিস্ফোরণে কেঁপে উঠল থাইল্যান্ড। বৃহস্পতিবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত এসব বিস্ফোরণ ঘটেছে দক্ষিণ থাইল্যান্ডের বিভিন্ন অংশে। বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। তাদের মধ্যে নয়জন বিদেশি পর্যটক। থাইল্যান্ডে পর্যটন স্থলগুলোকে নিশানা করে নাশকতার ঘটনা আগে তেমন দেখা যায়নি। দেশটি সফররত ব্রিটিশ ও অস্ট্রেলীয় নাগরিকদের সতর্ক করা হয়েছে। জনবহুল স্থানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে রাজধানী ব্যাংককের ২০০ কিলোমিটার দূরবর্তী অবকাশ কেন্দ্র হুয়া হুনে দুটি বোমা হামলা হয়। এতে এক নারী নিহত হন। আহত হন নয় বিদেশি পর্যটকসহ ২০ জন। গতকাল সকালে একই এলাকায় দুটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে এক ব্যক্তি নিহত হন। এ ছাড়া গতকাল সকালে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন এলাকা ফুকেটে দুটি বোমা হামলার ঘটনা ঘটে। এসব হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অন্য দুটি বোমা হামলা হয় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ত্রাং ও সুরাট থানি প্রদেশে। প্রতিটি হামলায় একজন করে নিহত হন। থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুত চ্যান-ও-চা দেশে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। দেশটির নিরাপত্তা সংস্থা জানায়, দক্ষিণ থাইল্যান্ডে সক্রিয় যে ইসলামী উগ্রপন্থি গোষ্ঠী দীর্ঘদিন থাই সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে, তারাই বিস্ফোরণ ঘটিয়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। তবে বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তা গতকাল প্রকাশ করেনি সরকার। কোনো ব্যক্তি বা সংগঠনও এর দায় নেয়নি। বোমা হামলাকারী এবং এমন হামলার কারণ খুঁজতে তদন্ত চালাচ্ছেন থাই কর্মকর্তারা। তবে থাই প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিশৃঙ্খলা ও বিভ্রান্তি তৈরির জন্যই এ বিস্ফোরণ ঘটানো হয়েছে। আমাদের আর আতঙ্ক ছড়াতে দেওয়া উচিত নয়।’ থাইল্যান্ডের পর্যটন ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করা যে এ বিস্ফোরণের অন্যতম লক্ষ্য, তা বিস্ফোরণের জন্য বেছে নেওয়া এলাকাগুলো দেখলেই স্পষ্ট হয়ে যায়। পর্যটকদের নিশানা করে এমন হামলা আগে দেশটিতে হয়নি। যে বিদেশিরা জখম হয়েছেন, তারা জার্মান, ইতালীয়, ডাচ ও অস্ট্রীয় নাগরিক বলে জানা গেছে। থাইল্যান্ডে গত বছরও এই সময় বোমা হামলা হয়েছিল। গত বছর ১৭ আগস্ট থাইল্যান্ডের একটি পর্যটন এলাকায় স্মরণকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ বোমা হামলায় ২০ জন নিহত হন। তাদের বেশির ভাগই ছিলেন চীনের নাগরিক। ওই হামলায় অভিযুক্ত চীনের উইঘুর জাতির দুই ব্যক্তির বিচার আগামী মাসে শুরু হওয়ার কথা। এএফপি, বিবিসি।

সর্বশেষ খবর