শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে

মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকার জঙ্গিবাদকে ব্যবহার করছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জঙ্গিবাদকে সরকার নির্মূল করতে চায় না। সরকার জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়। এ জন্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে জঙ্গিবাদ ক্রমেই বেড়ে চলেছে। গতকাল সকালে রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর  রহমানের সমাধি প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি সেখানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু ছাড়াও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু, ইয়াসীন আলী, লিটন মাহমুদ, সাহাবুদ্দিন মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রেফতারি পরোয়ানা থাকায় সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত হতে পারেননি। সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা হবে। সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা। মির্জা ফখরুল বলেন, আজকে জঙ্গিবাদের যে দানব দেশকে গ্রাস করতে চলেছে, সেই জঙ্গিবাদ সুষ্ঠুভাবে মোকাবিলা না করে শুধু রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে আড়ালে থেকে যাচ্ছে প্রকৃত অপরাধীরা। এ বিষয়গুলোর দ্রুত অবসানকল্পে একটি জাতীয় ঐক্য গড়ে তোলার ব্যাপারে সবাই ঐকমত্য হয়েছেন। সরকারি দলের লোকেরা বলছেন, বঙ্গবন্ধু হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলেন— এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, শেখ মুজিবুর রহমানের মর্মান্তিক হত্যার পর ক্ষমতায় বসেছিল কারা? আওয়ামী লীগ। সুতরাং এটা খুব পরিষ্কার, যারা শেখ মুজিব হত্যার পর ক্ষমতায় বসেছিল, তারাই এর মূল চাবিকাঠি ঘুরিয়েছিল। শেখ মুজিব হত্যা যদি সত্যিকার অর্থেই সুষ্ঠুভাবে তদন্ত করা হয়, তাহলে দেখা যাবে, তাদের নেতারাই এর সঙ্গে পুরোপুরি জড়িত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনই এ ধরনের রাজনীতি করেননি। সুতরাং তার জড়িত হওয়ার প্রশ্নই আসে না। জঙ্গিবাদ মোকাবিলায় জাতীয় ঐক্য তৈরির অগ্রগতি নিয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি চেয়ারপারসন সব রাজনৈতিক দল, ব্যক্তি ও দেশপ্রেমিক সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছিলেন, যা একটা প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, চেয়ারপারসনের এ আহ্বানটি ছিল সমস্ত জাতির প্রতি আহ্বান। এখানে দলবিশেষের ব্যাপার নয়।’

ময়মনসিংহে বাধা : ময়মনসিংহ প্রতিনিধি জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দল রংবেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল বের করলে পুলিশি বাধার মুখে পড়ে। বেলা ১১টা ২০ মিনিটে গঙ্গাদাস রোডে স্বেচ্ছাসেবক দলের জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়। কিছু দূর যেতেই পুলিশ বাধা দেয়। কার্যালয়ের অদূরেই সংক্ষিপ্ত সমাবেশ করে নেতা-কর্মীরা চলে যান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেন, দক্ষিণ শাখার সভাপতি শহীদুল আমিন খসরু, কোতোয়ালির আহ্বায়ক মো. ফরহাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নূরুজ্জামান চানসহ অন্যরা।

সর্বশেষ খবর