শনিবার, ২০ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ব্যস্ততা কাটিয়ে ফিরে গেলেন ওআইসি মহাসচিব

কূটনৈতিক প্রতিবেদক

ব্যস্ততা কাটিয়ে ফিরে গেলেন ওআইসি মহাসচিব

দুই দিনের ব্যস্ত সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি। গতকাল সকালে তিনি ওআইসি পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) পরিদর্শন করে সেখানে নতুন অনুষদ ও প্রোগ্রাম চালুর কথা জানান। বৈঠক করেন আইইউটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূরসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এবারই প্রথম আসন্ন শিক্ষাবর্ষে (২০১৬-১৭) স্নাতক পর্যায়ে ওআইসির সব সদস্য দেশ থেকে আইইউটিতে ছাত্রী ভর্তি করা হবে। তিন সদস্যের প্রতিনিধি দল নিয়ে বুধবার ঢাকা আসা মাদানি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন। যোগ দিয়েছেন তার সম্মানে দেওয়া বিশেষ নৈশভোজে। আগামী অক্টোবরে উজবেকিস্তানে অনুষ্ঠেয় ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন সম্পর্কে আলোচনা এবং ১ জুলাই গুলশান হামলার ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানাতে মূলত এ সফরে আসেন মাদানি। ওআইসি মহাসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা তার তৃতীয় ঢাকা সফর।

সর্বশেষ খবর