রবিবার, ২৮ আগস্ট, ২০১৬ ০০:০০ টা

ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাগারে বঙ্গবন্ধু ও গোলাম আযমের বই পাশাপাশি

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় পাঠাগারে বঙ্গবন্ধু ও গোলাম আযমের বই পাশাপাশি

ফের বিতর্কের মুখে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সেলফে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ভিত্তিক সম্পাদিত গ্রন্থ ও যুদ্ধাপরাধী গোলাম আযমের লেখা বই বুক সেলফে পাশাপাশি রেখে তৈরি করা হয়েছে এ বিতর্ক। গতকাল লাইব্রেরির দ্বিতীয় তলায় গিয়ে দেখা গেছে, অনিন্দ্য প্রকাশনী প্রকাশিত ড. মমতাজউদ্দীন পাটোয়ারী ও জি এম তারিকুল ইসলাম গ্রন্থিত বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক বই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : বহুমাত্রিক মূল্যায়ন’ এবং কামিয়াব প্রকাশনী থেকে প্রকাশিত গোলাম আযমের ‘জীবনে যা দেখলাম’ শীর্ষক বই দুটি পাশাপাশি সাজিয়ে রাখা হয়েছে। বই দুটির কল নম্বর যথাক্রমে ৩২০.০৯২ বি এ এন ও ৩২০.০৯২ এ জেড জে। এ ঘটনায় প্রতিক্রিয়া দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে। ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র শিক্ষকও। জানা যায়, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের প্রত্যেক সদস্যের জন্য অবশ্য পাঠ্য পুস্তক হলো ‘জীবনে যা দেখলাম’ এর খণ্ড সমগ্র। দেশ ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে উদ্বুদ্ধকরণ বিষয়বস্তু রয়েছে বইটিতে। বিকৃত করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস। মুক্তিযুদ্ধকালীন গোলাম আযমের অবস্থান নিয়ে সাফাই তুলে ধরা হয়েছে বইটিতে। কেন্দ্রীয় লাইব্রেরির দ্বিতীয় তলার রিডিং সেকশনে দাঁড়িয়ে এ বিষয়ে বাংলাদেশ প্রতিদিনের কাছে ক্ষোভ প্রকাশ করেন একাধিক শিক্ষার্থী। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক ছাত্রী বলেন, ‘যুদ্ধাপরাধ প্রমাণিত হওয়ার পর যে ব্যক্তি শাস্তিরত অবস্থায় মারা গেছেন তার বই বিশ্ববিদ্যালয় প্রশাসন সযতনে রেখেছে।’ উপস্থিত শিক্ষা ও গবেষণা বিভাগের আরেক শিক্ষার্থী বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ের পাশে যুদ্ধাপরাধীর বই! এটি মেনে নেওয়া যায় না। এটা ঔদ্ধত্য ছাড়া আর কিছু নয়।’ বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের এক সিনিয়র অধ্যাপকের প্রশ্ন ‘স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে যাওয়ার পর এখনো যদি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে যুদ্ধাপরাধীদের বই থাকে তবে জাতি কোথায় মুখ লুকাবে? যুদ্ধাপরাধী এই জামায়াত নেতাসহ অনেকের বই নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু যে বিদ্যাপীঠ ভাষা আন্দোলনসহ অনেক আন্দোলন সংগ্রামের সূতিকাগার সেখান থেকে শিক্ষার্থীরা নিষিদ্ধ বই পাঠ নিচ্ছে। তাহলে জাতি কী শিখবে?’

সর্বশেষ খবর