শিরোনাম
শনিবার, ১৯ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল দুই পুলিশ

নিজস্ব প্রতিবেদক

ছিনতাই করতে গিয়ে ধরা পড়ল দুই পুলিশ

রাজধানীর সোনারগাঁও হোটেল মোড়ে গতকাল এক ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের সময় ধরা পড়েছে পুলিশের দুই সদস্য। এরা হলো—কনস্টেবল মো. লতিফুজ্জামান ও রাজিকুল খন্দকার। পুলিশ বলেছে, দুজনই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কনস্টেবল পদে কর্মরত। দুজনকেই সাসপেন্ড করা হয়েছে। রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, গ্রেফতার দুজন ট্রাফিকের দায়িত্বে থাকলেও ঘটনার সময় তাদের সোনারগাঁও মোড়ে থাকার কথা নয়। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

ভুক্তভোগী ডিম ব্যবসায়ী আবদুল বাসির সাংবাদিকদের জানান, তেজগাঁও স্টেশন রোডে শাহ আলী ট্রেডার্স নামে তাদের ডিমের আড়ত। ভোরে লালবাগ কেল্লার মোড় এলাকায় ডিমের চালান সরবরাহ করে ভ্যানচালকসহ তিনি ফিরছিলেন। কিন্তু সোনারগাঁও হোটেল মোড়ে একটি মোটর সাইকেলে (ঢাকা মেট্রো-ল ২৭-৪৭৪৩) দুজন আরোহী তাদের গতিরোধ করেন। তাদের পরনে ছিল পুলিশের পোশাক। তাদের একজন তার কাছে গাঁজা আছে কি না জানতে চান। তিনি অস্বীকার করে বলেন, তার কাছে ডিম রাখার ২৪০টি খালি ঝুড়ি ও সঙ্গে ৪৪ হাজার টাকা আছে। এরপর লতিফুজ্জামান এবং তার সহকর্মী তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করেন। বাসির বলেন, এ সময় জীবনের ঝুঁকি নিয়ে লতিফুজ্জামানকে জাপটে ধরে ফেলি। অন্য পুলিশ সদস্য পালিয়ে যায়।’ এ ঘটনায় ব্যবসায়ী আবদুল বাসির বাদী হয়ে ওই দুই কনস্টেবলকে আসামি করে শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। তেজগাঁও ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির উপদেষ্টা মাসুম খান বলেন, আগে ট্রাক নিয়ে এসে ডিমের চালান ছিনতাই হতো। বছর খানেক ধরে পুলিশের পোশাকধারী ব্যক্তিরা ডিম ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ছিনতাই করছে।

সর্বশেষ খবর