বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

মেঘনার উপকূলে হবে পুনর্বাসন

লক্ষ্মীপুর প্রতিনিধি

মেঘনার উপকূলে হবে পুনর্বাসন

পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ জানিয়েছেন, লক্ষ্মীপুরের মেঘনা উপকূলীয় প্রায় ২০ হাজার নদীভাঙা গৃহহীন মানুষকে পর্যায়ক্রমে পুনর্বাসন করা হবে। গতকাল দুপুরে রামগতি ও কমলনগরে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শনে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের এ কথা জানান। এ সময় মন্ত্রী বলেন, ২০ হাজার লোককে পুনর্বাসন করা খুবই কষ্টসাধ্য বিষয়। তবুও সরকারের সদিচ্ছায় চরাঞ্চলের খাস জমিগুলো জেলা প্রশাসকের মাধ্যমে ভূমিহীনদের বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, যেসব স্থানে স্কুল, কলেজসহ গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেসব স্থানে অগ্রাধিকার ভিত্তিতে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ নোমান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাফর আহমদ খান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. জাহাঙ্গীর কবির, রামগতি পৌরসভার মেয়র মেজবাহ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ প্রমুখ। মন্ত্রী এদিন রামগতির আলেকজান্ডারে সেনাবাহিনী দিয়ে নির্মিত নদীর তীর সংরক্ষণ বাঁধ পরিদর্শন শেষে কমলনগর মেঘনা নদী ভাঙন কবলিত মাতাব্বরহাট এলাকা পরিদর্শন করেন। পরে কমলনগরের হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেন।

সর্বশেষ খবর