বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

নড়াইলে তিন হিন্দু বাড়িতে আগুন

প্রতিদিন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু বাড়িতে হামলার মাস না পেরোতেই নড়াইলের লোহাগড়ায় তিনটি হিন্দু বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত গভীর রাতে লোহাগড়া পৌরসভার কুন্দশী পালপাড়ায় তিনটি পরিবারের পালেঙ্গা (মাটির সামগ্রী তৈরির কারখানা), গোয়ালঘর ও খড়ের গাদায় কে বা কারা আগুন দেয় বলে জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ জানান। সূত্র : বিডিনিউজ। লোহাগড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘পালপাড়ায় নিরোধ পালের পালেঙ্গা ও গোয়ালঘর, পরিতোষ এবং প্রফুল্ল পালের খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে দুটি গবাদিপশু দগ্ধ হয়। পরে এলাকার মানুষ ও লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।’ এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি। জেলা প্রশাসক বলেন, ‘হিন্দু বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।’ ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তার ঘোষণাও দেন তিনি। উল্লেখ্য, ফেসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে ৩০ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫টি মন্দির ও হিন্দুদের শতাধিক বাড়িঘরে ভাঙচুর-লুটপাট চালানো হয়। এরপর ওই এলাকায় হিন্দুদের বাড়িঘর ও মন্দিরে তিন দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

সর্বশেষ খবর