শিরোনাম
বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

তাইওয়ানে সামাজিক ব্যবসায় ইউনূস

নিজস্ব প্রতিবেদক

তাইওয়ানে সামাজিক ব্যবসায় ইউনূস

তাইওয়ানে ‘ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র’ স্থাপনের লক্ষ্যে দেশটির চ্যাং জুং ক্রিশ্চিয়ান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। ১৯ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চ্যাং জুং ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ইয়ুং-লুং লি এবং নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাইওয়ান সামাজিক ব্যবসা তহবিলের পক্ষে ওয়াং জুনো ও ফিলিপ্পা সাই। নবপ্রতিষ্ঠিত এই কেন্দ্রটিসহ বিশ্বজুড়ে এখন ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্রের সংখ্যা দাঁড়ালো ৩২-এ। ঢাকার ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একই দিন ইউনূস সেন্টার আয়োজিত ৪৩৭তম সামাজিক ব্যবসা ডিজাইন ল্যাব গ্রামীণ ব্যাংক অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়। আফগানিস্তান, ব্রাজিল, অস্ট্রিয়া ও ইতালিসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে প্রায় ১৪০ জন অংশগ্রহণকারী এই ল্যাবে যোগ দেন। প্রফেসর মুহাম্মদ ইউনূস ডিজাইন ল্যাবে সভাপতিত্ব করেন। ওই ডিজাইন ল্যাবে ৬টি নতুন ‘নবীন উদ্যোক্তা’ ব্যবসা পরিকল্পনা উপস্থাপিত হয়। উপস্থাপিত ব্যবসাগুলোর উদ্যোক্তাদের সবাই গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতা পরিবারের সন্তান। ব্যবসাগুলোর মধ্যে ছিল লেবু চাষ প্রকল্প, খুচরা রেডিমেড কাপড়ের স্টোর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসা, কৃষি-যন্ত্র নির্মাণ যেমন ধান মাড়াই যন্ত্র ইত্যাদি।

সর্বশেষ খবর