বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
ফুলবাড়িয়ায় শিক্ষক নিহত

পুত্রসহ এমপির বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণের দাবিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক কলেজশিক্ষক নিহত হওয়ার ঘটনায় স্থানীয় এমপি, তার ছেলে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সাতজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। গতকাল ময়মনসিংহের ২ নম্বর আমলি আদালতে মামলাটি করেন  ফুলবাড়িয়া কলেজ জাতীয়করণে দাবি আদায় কমিটির আহ্বায়ক এবং ওই কলেজের শিক্ষক এস এম আবুল হাসেম। মামলার আসামিরা হলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের এমপি মোসলেম উদ্দিন, তার ছেলে ইমদাদুল হক, ফুলবাড়িয়া কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খান, উপাধ্যক্ষ আমজাদ হোসেন, ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাক খান, এসআই রফিকুল ইসলাম ও এএসআই রতন। এ ছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২৭ নভেম্বর এমপি মোসলেম উদ্দিন, তার ছেলে ইমদাদুল হক ও কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন খানের প্ররোচনায় পুলিশ কলেজের ভিতর প্রবেশ করে শিক্ষক ও শিক্ষার্থীদের মারধর করে। ওই সময় ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদের বুকে লাথি মারেন। এতে তিনি আহত হন। শিক্ষকরা অ্যাম্বুলেন্স এনে আবুল কালাম আজাদকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাতেও বাধা দেয়। পরে আবুল কালাম আজাদকে কোলে করে কলেজ থেকে বের করে বিকল্প পথে ভ্যানে করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। মামলার আইনজীবী গোলাম হোসেন জানান, আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছে। মামলার বাদী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এস এম আবুল হাসেম জানান, পুলিশের পিটুনিতে অনেক কলেজশিক্ষক আহত থাকায় মামলাটি করতে একটু সময় লেগেছে। তিনি বলেন, ‘কলেজ সরকারিকরণের জন্য একজন শিক্ষক ও পথচারী বুকের রক্ত দিয়েছেন, শিক্ষকরা নির্যাতিত হয়েছেন। আমরা সরকারের কাছে এ ঘটনার ন্যায়বিচার চাই। যোগ্য কলেজটিকে যেন সরকারিকরণ করা হয়।

এর আগে ২৮ নভেম্বর পুলিশ বাদী হয়ে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে একটি মামলা করে। ফুলবাড়িয়া মহাবিদ্যালয় কলেজ সরকারিকরণের দাবিতে ২৭ নভেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ (৫০) ও পথচারী সফর আলী (৬৫) নিহত হন। এ ঘটনার ২৪ দিন পর গতকাল মামলা করা হলো।

সর্বশেষ খবর