বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

সবাই আমাকে শৃঙ্খলের দড়িতে বেঁধে রাখতে চায়

নিজস্ব প্রতিবেদক

সবাই আমাকে শৃঙ্খলের দড়িতে বেঁধে রাখতে চায়

হুসেইন মুহম্মদ এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নব্বইয়ের পর কোনো সরকারই আমার সঙ্গে সুবিচার করেনি। আমি একজন শৃঙ্খলবদ্ধ রাজনীতিবিদ। আমার হাত-পা বাঁধা। বিএনপির আমলে দায়ের করা মামলা এক মাস আগে সচল করেছে সরকার। সবাই আমাকে শৃঙ্খলের দড়ি দিয়ে বেঁধে রাখতে চায়। কিন্তু এবার আমাকে শৃঙ্খলের দড়ি দিয়ে আটকে রাখতে পারবে না। সব শৃঙ্খলের দড়ি ছিঁড়ে ফেলব। গতকাল সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টি আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, দেশের রাজনীতিবিদদের ভিতরে কোনো সহাবস্থান নেই। একে অন্যকে প্রতিপক্ষ মনে করি। জাতীয় পার্টির শাসনামলে মানুষের মাঝে হাহাকার ও সংশয় ছিল না। তাই মানুষ আবার জাতীয় পার্টির শাসনামলে ফিরে যেতে চায়। মহানগর দক্ষিণ জাপা সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, এস এম ফয়সল চিশতী, মীর আবদুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক জহিরুল আলম রুবেল ও ইসহাক ভূইয়া প্রমুখ। সভা পরিচালনা করেন সুজন দে। এরশাদ বলেন, ২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোনো কূলকিনারা পাইনি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে। একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলায় না। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক নয়। দেশে কোথাও শান্তি নেই। নিরাপত্তা নেই। গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে। জনগণের ভোটের অধিকার লুণ্ঠিত হচ্ছে। এভাবে একটি স্বাধীন রাষ্ট্র চলতে পারে না। আগামীতে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনব। দেশে শান্তি সুপ্রতিষ্ঠিত করব। আগামী ১ জানুয়ারি মহাসমাবেশে লক্ষাধিক লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়, শক্তিশালী রাজনৈতিক দল। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি বিগত দিনের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী। অত্যাচার-নির্যাতন করে জাতীয় পার্টির অগ্রযাত্রাকে কেউ ব্যাহত করতে পারেনি। শত প্রতিকূলতার মধ্যেও আমাদের পার্টি সত্যিকারের গণমানুষের অধিকার আদায়ের নির্ভরযোগ্য রাজনৈতিক প্লাটফরম। সভাপতির বক্তব্যে আবু হোসেন বাবলা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন ভূখণ্ড দিয়েছেন। আর পল্লীবন্ধু এরশাদ সেই ভূখণ্ডকে নিজ হাতে গড়ে তুলেছেন। এরশাদ শুধু বাংলাদেশের মানুষের নেতা নন, তিনি সমগ্র দক্ষিণ এশিয়ার গণমানুষের নন্দিত নেতা, শ্রেষ্ঠ সংস্কারক। সভায় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম নুরু, আলমগীর শিকদার লোটৃন, খোরশেদ আলম খশু, আসির উদ্দীন আহমেদ ডালু, হাজী ফারুক, মীর আজগর আলী, আক্তার দেওয়ান, শেখ মাসুক রহমান, সরফুদ্দিন আহমেদ শিপু প্রমুখ।

সর্বশেষ খবর