শুক্রবার, ৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম পরিহাস মাত্র

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম পরিহাস মাত্র

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সব কর্মকাণ্ড জনবান্ধব হতে হবে। নিজেরা পরিশুদ্ধ না হয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করা পরিহাস মাত্র। দুদকের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশনের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কর্মপরিকল্পনা এবং ২০১৭ সালের সময়াবদ্ধ কর্মধারা চূড়ান্ত করার জন্য দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইকবাল মাহমুদ আরও বলেন, কমিশনের সব কর্মকাণ্ডে অন্তর্ভুক্তিমূলক মনোভাব থাকতে হবে। একজন মানুষকেও হয়রানি করার অধিকার দুদকের নেই। আমরা একজন মানুষকেও হয়রানি হতে দেব না। এ যুগ হচ্ছে স্বচ্ছতার যুগ, মনে রাখতে হবে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে সব তথ্যই এখন মানুষের হাতের মুঠোয়। তাই কমিশন যদি দুদকের কারও বিরুদ্ধে দুর্নীতির দালিলিক প্রমাণসহ অভিযোগ পায় তাহলে বিধিমতো ব্যবস্থাসহ ফৌজদারি মামলাও দায়ের করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বছর কর্মকর্তাদের নৈতিক স্খলনজনিত যে কোনো অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘরে-বাইবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। কমিশনের কর্মকর্তাদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, কিছু কিছু গণমাধ্যমে খবর এসেছে দুদকের প্রতি জনগণের আস্থা কিছুটা বেড়েছে। এটা আপনাদের কার্যক্রমের জন্য হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে একজনের একটি অনৈতিক কাজই জন আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল। অন্যদের মধ্যে কমিশনের মহাপরিচালক শামসুল আরেফিন, কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। কর্মশালায় মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালক পদমর্যাদার ৪০ জন কর্মকর্তা অংশ নেন।

সর্বশেষ খবর