প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সোমবার পাঁচ দিনের সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন। তিনি সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)-এর ৪৭তম বার্ষিক সভায় যোগ দেবেন। সুইজারল্যান্ডের দাভোসে এবারের সম্মেলনে প্রায় ১০০ দেশের আড়াই হাজার প্রতিনিধি যোগ দিচ্ছেন। এর মধ্যে বেশ কয়েকজন রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে। চলতি বছরে এই প্রথম বিদেশ সফর শেষে ২০ জানুয়ারি প্রধানমন্ত্রী ঢাকা ফিরবেন।
আসন্ন বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে চার বিষয় প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে— ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে বৈশ্বিক যোগাযোগ আরও শক্তিশালীকরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুজ্জীবিত, পুঁজিবাদ সংস্কার ও চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি। অনুষ্ঠিত হবে প্রায় ৩০০ সেশন। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবার প্রথমবারের মতো বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিচ্ছেন। সে হিসেবে বিশেষ মাত্রা পেয়েছে এই সম্মেলন।